‘যেখানেতে দেখি যাহা/ মা এর মত আহা/ একটি কথায় এত সুধা মেশা নাই’ –কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইনগুলোই যথেষ্ট মা কী তা ব্যাখ্যার জন্য। মায়ের চেয়ে আপন এই জগতে খুব কম জনই হন। জন্মের পর প্রথম সঙ্গী হন এই মানুষটি। নিজের ভালো থাকা, সুখ, আনন্দ, ঘুম সব বিসর্জন দেন সন্তানের জন্য।
আজ মা দিবস। মা নিয়ে দুটো কথা বলার উপযুক্ত একটি দিন। ঢাকা মেইল বিশেষ এই দিনে নানা শ্রেণি পেশার মানুষের কাছে জানতে চেয়েছেন মা সম্পর্কে। জেনেছে তাদের অনুভূতি-
বিজ্ঞাপন
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা মায়ের সঙ্গে ছবি দিয়ে জানান তার অনুভূতি। তিনি বলেন, ‘এই ছবিটা খুব স্পেশাল। আমার প্রথম সন্তান আমার গর্ভে তখন। আমি মা হতে চলছি,আর আমার মায়ের সাথে আমার ছবি। মা আমার শক্তি,আমার শান্তি, আমার সবচেয়ে বড় বন্ধু।’
জয়া ভট্টাচার্যের কাছে মা আলাদীনের জাদুর চেরাগ। তিনি বলেন, ‘প্রথম হাঁটতে শেখানো থেকে শুরু করে এখনো পথ চলার ভরসা মা। অন্যায়ের সঙ্গে আপোষ না করে মাথা উঁচু করে বাঁচার মূলমন্ত্র আমার মায়ের কাছেই পাওয়া। এক সমুদ্র ভালবাসা মা।’
বিজ্ঞাপন
পেশায় একজন এনজিও কর্মী সৈয়দ মিজানুর রহমান। তার ভাষায়, ‘সকালে ফোন পেলাম মায়ের। কেমন ফুরফুরে একটা অনুভব ছুঁয়ে গেল। মা নিজেই বললেন, ‘মা দিবসের শুভেচ্ছা কই!’ আমি একটু তথমত খেলাম। রাতেই ভেবে রেখেছিলাম ঘুম ভেঙেই মাকে ফোন দিব। মা এই লেখাটা দেখবেন। কত কিছু লিখতে মন চাচ্ছে, লিখবো না। তোমার কোলে এভাবে ঘুমাতে চাই দশ বছরের দুষ্ট ছেলেটার মতো।’
নয়ন সাহা তার অনুভূতি জানিয়ে বলেন, ‘প্রথম স্পর্শ, প্রথম পাওয়া, প্রথম শব্দ, প্রথম দেখা -সব প্রথমের সাক্ষী মা। পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মা। এই কথাটি খুব ছোট অথচ পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। মা, আম্মা, আম্মি, মাম্মি সন্তানেরা যে যেভাবে ডাকুক। এই শান্তির ডাক শতকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাবে না। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।’
মা যে তা বেশি বোঝা যায় নিজে মা হওয়ার পর। এমনটাই মনে করেন শামসুন নাহার জ্যোতি। গয়নার অনলাইন প্রতিষ্ঠান বিভবের কর্ণধার এই নারী উদ্যোক্তা বলেন, ‘মা হবার পর মা কি জিনিস বেশি বুঝেছি। সন্তানকে নিজের মা ছাড়া আর কেউ ভালো বুঝে না, ভালো রাখতে পারে না। জানি দুনিয়াতে খারাপ মা ও আছে, কিন্তু তা খুব কম।’
একজন বেসরকারি চাকরিজীবী আমজাদ হোসেন আবির। তিনি বলেন, ‘মা ডাকটা কতটা আপন, আম্মা কতটা কাছের সেটা সবচেয়ে বেশি বুঝা যায় আম্মা থেকে দূরে থাকলেই। কাছে থাকা অবস্থায় যে কথাগুলো শুনতে বিরক্ত লাগতো- খেতে বলা, ঘুমাতে বলা, এটা-ওটা করতে বলা, সেই কাজগুলো কথাগুলোর হাহাকারে পুড়ি একেকটা দিন। পৃথিবীর সকল আম্মা ভালো থাকুক। সন্তানদের কাছে থাকুক।’
কাছে থাকতে চাইলেও থাকা যায় না। নানা প্রয়োজনে মায়ের থেকে দূরে থাকতে হয় সন্তানদের। উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনে বর্তমানে কানাডায় আছেন ফেসবুক গ্রুপ চৌরঙ্গী নেটওয়ার্কের কর্ণধার ঈশিতা পায়েল। তিনি বলেন, ‘মায়ের থেকে অনেক দূরে চলে আসলেও মনটা মায়ের কাছেই পড়ে আছে’।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উকিল অ্যরেলিয়া ম্যাগডালিন। মা কে অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমার মা তার সারা জীবনের সব সুখ, আনন্দ, উচ্ছ্বাস ধূলায় মিশিয়ে দিয়ে শুধু রোজগার করে গেছেন অবিরাম আমাদেরকে ভালো রাখতে। আমি এর প্রতিদান এই জীবনে দিতে পারব কিনা জানি না’।
মায়ের অবদান এই জীবনে শেষ হবার নয়। আফসানা আজাদ সামিয়ার মতে, ‘মা জননী চোখের মনি, অসিম তোমার দান, সৃষ্টিকর্তার পরে তোমার আসন, আসমানের সমান।’
থিয়েটার কর্মী তালহা জুবায়ের। মা সম্পর্কে তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনে শুধু নয়, মা কে ভালোবাসি প্রত্যেকটা ন্যানো সেকেন্ড। এই মানুষটাকে অনেক বেশি জ্বালাই। খুব বেশি। চারপাশে এত অস্থিরতার মধ্যে তার কাছেই সব শান্তি’।
লিংক৩ টেকনোলোজিস লিমিটেডের মার্কেটিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন ফাইরুজ সুলতানা ওয়ারদা। তিনি বলেন, ‘আমার আম্মু আমার সব সাফল্যের চাবি কাঠি। আমার সব সমস্যার একমাত্র সমাধান। আম্মুকে ছাড়া আমি কিছুই না। মা একটি বিন্দুর মতো যাকে কেন্দ্র করেই জীবন এর পরিধি আঁকা যায়’।
এনএম