মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

আমি সব কিছু বাদ দিয়ে ভালো মা হতে পারিনি

মাইশা আরিফিন
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

আমি সব কিছু বাদ দিয়ে ভালো মা হতে পারিনি

মা হিসেবে তথাকথিত মায়েদের চেয়ে আমি অনেক নিম্নমানের। আমি আমার মেয়ের জন্য নিজের সব কিছু স্যাক্রিফাইস করতে পারি নাই। কারণ আমি বিশ্বাস করি, নিজে ভালো না থাকলে আমি কাউকে ভালো রাখতে পারবো না।

আমার ছোট বাচ্চাটা অনেক ম্যাচিউর, হয়তো আমি এমন দেখেই ও এত বুঝে। আমার মা আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন। আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখন আমার মা আমার মেয়েকে দেখে রাখছে।


বিজ্ঞাপন


মা হিসেবে আমি আসলেই কোনো ক্যাটাগরিতে পড়ি না। আমার মাঝে শুধু বাচ্চার জন্য সব স্যাক্রিফাইস করতে পারবো এমন মনোভাব কাজ করে না। কিন্তু মাহরুশ যখন বলে, ‘মা তুমি কেঁদো না তাহলে আমি কষ্ট পাবো’ অথবা যেদিন ওকে বললাম যে, ‘বাবা আমি কি জব ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো?’ ও বলল ‘না। তুমি জব করবা।’ –এই সময়ে মনে হয়, না। একটা সময় হয়তো ও বুঝবে কেন আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

আমি সব কিছু বাদ দিয়ে ভালো মা হতে পারিনি। এমন আত্মত্যাগ আমার দ্বারা হবে না। আমি কোনদিন ওকে বলতে চাই না, ‘তোমার জন্য আমি পিছিয়ে গেছি।’ আমার আফসোস এর কারণ ও হোক এইটা আমি চাই না।

আমি চাই ও বড় হোক, ও সব কিছু জয় করুক। ওর সেই সাহস থাকুক নিজেকে একদম শূন্য থেকে শুরু করার। কারণ ও জানে এইসময়ে ওর কার দিকে তাকাতে হবে!


বিজ্ঞাপন


লেখক: সিনিয়র অফিসার, মানব সম্পদ উন্নয়ন, ব্র্যাক

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর