মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নখ কিছুতেই বাড়ছে না? কাজে লাগান এসব উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩, ১০:৪১ এএম

শেয়ার করুন:

নখ কিছুতেই বাড়ছে না? কাজে লাগান এসব উপায় 

অনেকেই নখ লম্বা রাখতে পছন্দ করেন। বিশেষ দিন কিংবা উৎসবে পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে নেইলপালিশ পরলেও দেখতে সুন্দর লাগে। সাধারণত পায়ের নখের তুলনায় হাতের নখ তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় হাতের নখ সময়মতো বাড়ছে না। 

কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যেগুলো কাজে লাগালে নখ দ্রুত বাড়বে। এমন কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


dm

লেবু-নারকেল তেল 

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এটি নখের হলুদ দাগ দূর করে নখকে সুন্দর ও ঝকঝকে করে তোলে। প্রতিদিন এক ফালি লেবুর টুকরোয় নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন। নিয়মিত এমনটা করলে নখ ভাঙবে না।

dm


বিজ্ঞাপন


অলিভ অয়েল 

অনেকসময় রক্ত সঞ্চালনে সমস্যা হওয়ার কারণেও নখ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এক্ষেত্রে অলিভ অয়েল ম্যাজিকের মতো কাজ করে। একটি পাত্রে কিছুটা অলিভ অয়েল গরম করে নিন। অন্তত ৫ মিনিট নখে এটি মালিশ করুন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করলে খুব সহজেই নখ বাড়বে।

dm

ময়েশ্চারাইজার 

মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করেন অনেকেই। তবে হাত ধোয়ার পর এই কাজটি করেন না। ফলে নখ শুষ্ক হয়ে গলে দ্রুত ভেঙে যায়। তাই হাত শুষ্ক হলেই ক্রিম ব্যবহার করুন।

ছোটোখাটো এই উপায়গুলো কাজে লাগালে দ্রুত নখ বাড়বে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর