শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিলিং ফ্যান পরিষ্কারের সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

সিলিং ফ্যান পরিষ্কারের সহজ কৌশল
মাঘের শেষ। যাই যাই করছে শীত। এতদিন ফ্যানের প্রয়োজন ছিল না। যত্নও নেওয়া হয়নি। কিন্তু সপ্তাহ দুয়েক পরই ফ্যানের প্রয়োজন শুরু হতে পারে। তাই ফ্যান ব্যবহার শুরুর আগে থেকেই ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখুন।

ফ্যানের পাখায় খুব বেশি ধুল-ময়লা জমে গেলে ঠিক মতো পরিষ্কার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। সিলিং ফ্যান পরিষ্কারের সহজ কৌশল জানুন। 


বিজ্ঞাপন


১. বিছানার উপর একটা বাতিল বা পুরনো চাদর পাতুন। এতে ধুলা-ময়লা বিছানাতে পরবে না। এবার শুকনো কাপড় নিয়ে প্রথমে হালকা হাতে ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে নিন।

fan২. তার পর ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উল্টা ময়লা আটকে থাকবে ফ্যানের ব্লেডে।

৩. একটি পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। এরপর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। দেখবেন সব ময়লা কভারের মধ্যে জমা হয়েছে।

৪. ফ্যানের ব্লেড পরিষ্কার করতে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিন। তার পর খবরের কাগজ অল্প পানি ভিজিয়ে নিয়ে ব্যবহার করলেই সহজে ফ্যান পরিষ্কার করা যাবে।


বিজ্ঞাপন


৫. এ ক্ষেত্রে ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আপনার ফ্যানের ব্লেড।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর