প্রস্রাবের লবণ ও খনিজ পদার্থ জমে কিডনিতে যে শক্ত পদার্থ তৈরি হয় তাকেই কিডনির পাথর বলা হয়। আমাদের দেশে কিডনির সমস্যায় ভুগছে, এমন মানুষের সংখ্যা অগণিত। অনেকসময় কিডনিতে যে পাথর হয়েছে তা বোঝাও যায় না।
কিডনিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ হলো কোমরের যন্ত্রণা। এই গরমে কিডনি ভালো রাখার একমাত্র উপায় প্রচুর পরিমাণে পানি পান করা। তবে কিডনির সমস্যা থেকে একেবারে রেহাই পাওয়ার উপায় কী?
বিজ্ঞাপন

সোনোগ্রাফি, এক্সরের মাধ্যমে বোঝা যায় কিডনিতে পাথর আছে কিনা। পাথর ছোট হলে ওষুধ খেলেই সমাধান হয়। তবে বিষয়টি হাতের নাগালের বাইরে গেলেই বিপদ। তখন অপারেশন ছাড়া গতি থাকে না। আয়ুর্বেদিক উপায়ে, অপারেশন না করিয়েও এর থেকে রেহাই পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নিই-
আদা
কেবল মসলা হিসেবে নয়, চিকিৎসার কাজেও ব্যবহৃত হয় আদা। এটি খেলে কিডনির দূষিত পদার্থ নষ্ট হয়। কেবল কিডনি নয়, লিভারও ভালো রাখে আদা।
বিজ্ঞাপন

হলুদ
কিডনির সমস্যা এড়াতে খাদ্যতালিকায় রাখুন হলুদ। কিডনির সংক্রমণ থেকে রক্ষা পেতে এর বিকল্প নেই। রোজ সকালে খালি পেটে কয়েক টুকরো হলুদ খান। ভালো ফল পাবেন।
ধনে
কিডনির সমস্যা থেকে বাঁচতে রোজের পাতে গোটা ধনে রাখুন। এই মশলা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। প্রয়োজনে ধনে বীজ ভেজানো জল পান করতে পারেন।

ত্রিফলা
নিয়মিত ত্রিফলা ভেজানো পানি পান করলে কিডনির সমস্যা এড়ানো যায়। এটি কিডনির পাথরও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে। রাতে এক গ্লাস ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রাখুন। সকালে ওই পানি পান করুন।
কিডনির সমস্যা কখনই অবহেলা করা উচিত নয়। অবহেলার করলে বড় জটিলতায় পড়তে পারেন।
এনএম

