জলাশয়ের যেমন তীর থাকে, তেমনি তীর থাকে পুকুর, নদী কিংবা সাগরের। এটিই স্বাভাবিক। তবে বিস্ময়ে ভরা এই পৃথিবীতে অদ্ভুত অনেক কিছুই হয়েই থাকে। জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন একটি সাগর রয়েছে যার কোনো তীর নেই।
রহস্যময় এই সমুদ্রের নাম সারগাসো সাগর (Sargasso Sea)। এটি আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত। এটি পৃথিবীর একমাত্র সাগর যার কোন তীর নেই। ভৌগলিক মানচিত্রের কোথাও জলের এই আধার ভূমিকে স্পর্শ করে না।
বিজ্ঞাপন

সারগাসো সাগর উত্তর আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোতের পশ্চিমে এবং কানাডি স্রোতের পূর্বে রয়েছে। এই সাগরকে বিপজ্জনকও বলা হয়। কারণ সারগাসো সাগরের দ্বীপ রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের খুবই কাছেই অবস্থিত।
বারমুডা ট্রায়াঙ্গেল হলো একটি ত্রিভুজাকার সামুদ্রিক এলাকা, যেখানে বড় বড় জাহাজ ও বিমান পৌঁছাইলেই অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এই রহস্যের কারণ হিসেবে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

বিজ্ঞাপন
সারগাসো সাগরের আরেকটি বিশেষত্ব হলো এখানে প্রচুর পরিমাণে সারগাসো ঘাস জন্মায়। এই ঘাসের নামেই নামকরণ করা হয়েছে সারগাসো সাগর। এই ঘাসকে সমুদ্রপৃষ্ঠে ভাসতে দেখা যায়।
এখানকার জলজ প্রাণীদের খাদ্য সম্পদ এই ঘাস। সারগাসো ঘাসে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া এবং কচ্ছপ রয়েছে। আটলান্টিক মহাসাগরের পানি প্রচণ্ড ঠান্ডা হওয়া সত্ত্বেও সারগাসো সাগরের পানি সবসময় উষ্ণ থাকে। এটিও আজ পর্যন্ত একটি রহস্য হয়ে রয়েছে।
এনএম

