বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

স্বামী হিসেবে কোন পেশার পুরুষকে বেশি পছন্দ করেন নারীরা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

স্বামী হিসেবে কোন পেশার পুরুষকে বেশি পছন্দ করেন নারীরা 

বিয়ে— সুন্দর ও পবিত্র এক বন্ধনের নাম বলা হয়, বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়। এটি দুটি পরিবারের মিলনও বটে। বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষের আশা-আকাঙ্ক্ষা। 

প্রচলিত রয়েছে, লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। আসলে এই কথাটির মাধ্যমে বোঝানো হয় বিয়ের আগে অনেক ভাবনা-চিন্তা করতে হয়। কেননা বিয়ে মানে জীবনসঙ্গী নির্বাচন করা। 


বিজ্ঞাপন


biye

কোন পেশার পুরুষদের স্বামী হিসেবে নারীরা বেশি পছন্দ করেন? এই প্রশ্নের উত্তর হবে নিজের মতো পেশার। যেমন ধরা যাক, কেউ যদি ডাক্তার হন তবে তিনি ডাক্তার বা পুলিশ পাত্রই চান। কারণ দুটি পেশাই ব্যস্ততার। ফলে একে অপরের কাছে সময় দেওয়া নিয়ে কোনও সমস্যা হয় না। 

biye

আবার কেউ কেউ সংসারেই বেশি মনোযোগী হতে চান। তারা কিছু কম ব্যস্ত পাত্রকেই পছন্দ করেন। সারাদিন একা থাকার চেয়ে স্বামীকে পাশে পাওয়া তাদের কাছে বেশি গুরুত্ব পাওয়া। 


বিজ্ঞাপন


biye

আবার সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত, তারা একই পেশার পাত্র খোঁজেন। সব পেশার ক্ষেত্রেই এমনটা হতে পারে যে কর্মক্ষেত্রে কারো সঙ্গে প্রেম হয়ে গেল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিলেন। 

biye

সব মিলিয়ে বলা যায় যে যেমন সে তেমনই পাত্রই খোঁজেন। একজন বইপ্রেমী আরেকজন বইপ্রেমী খোঁজেন। সিনেমাপ্রেমীর ক্ষেত্রেও তাই। একজন অন্তর্মুখীন মানুষ তার মতোই কাউকেই সঙ্গী হিসেবে পেতে চাইবেন। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর