স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেউ ভালো স্বপ্ন দেখেন। কারোর ঘুম ভাঙে দুঃস্বপ্ন দেখে। ভালো স্বপ্নগুলো নিয়ে খুব একটা না ভাবলেও খারাপ স্বপ্নগুলো আমাদের মনে প্রভাব ফেলে। কেউ কেউ খারাপ স্বপ্ন সত্য হবেন ভেবে রীতিমত আতঙ্কে থাকেন। আবার এ কথাও শোনা যায়, ভোরবেলা দেখা স্বপ্ন নাকি সত্য হয়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি স্বপ্নের আলাদা অর্থ রয়েছে। একেকটি স্বপ্ন একেক ইঙ্গিত দিয়ে থাকে। অনেকসময় ঘুমন্ত অবস্থায় অনেকে স্বপ্নে দেখেন কোনো কাছের মানুষ মারা গেছেন। এমন স্বপ্ন দেখে আঁতকে ওঠেন। অজানা আতঙ্কে মন বিষাদে ভরে ওঠে।
বিজ্ঞাপন

স্বপ্নে প্রিয়জনের মৃত্যু দেখার অর্থ কি জানা আছে আপনার? এর উত্তর জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ পন্ডিত হিতেন্দ্র শর্মা।
তার মতে, স্বপ্নে কোনো অসুস্থ ব্যক্তির মৃত্যু দেখলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি অত্যন্ত শুভ। এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো ওই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়। অনেকে আবার নিজের মৃত্যুর স্বপ্ন দেখেন? এতেও ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তার মতে, নিজের মৃত্যু স্বপ্নে দেখলে আয়ু বাড়ে।

বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে মৃত্যু দেখা অত্যন্ত শুভ। এই ধরনের স্বপ্ন দেখলে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার সমাধান ঘটে এবং এক জীবনের নতুন অধ্যায় শুরু হয়।
মানুষ মূলত অবচেতন মনে যা ভাবে তাই স্বপ্নে দেখে। অনেক সময় আমাদের কাছের মানুষদের স্বপ্নে দেখা যায় যারা এই পৃথিবীতে নেই। এটি একটি স্বাভাবিক ব্যাপার। তাদের কথা বারবার মনে পড়ে বলেই আমাদের অবচেতন মনে তারা ধরা পড়ে। তবে স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে, এই ধরনের স্বপ্ন যদি ঘনঘন আসে তাহলে বিষয়টি গুরুতর হতে পারে।
এনএম

