ছোট শিশুরা পড়াশোনা শুরু করলে পেন্সিল দিয়ে লেখা শুরু করে। গ্রাফাইট খনিজের সঙ্গে মাটি মিশিয়ে এর শিস তৈরি হয়। তার চারপাশে থাকে কাঠের প্রলেপ। পেন্সিল কি কিছু লিখলে তা রবারের সাহায্যে মুছে ফেলা যায়।

বিজ্ঞাপন
বাংলায় আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যা আসলে ইংরেজি। এই যেমন- কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। এমনই একটি শব্দ পেন্সিল। এই শব্দগুলোর কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয় না। এক কাপ চায়ের বদলে কেউ এক পেয়ালা চা চান না। কেউ বলেন না, কেদারাটায় বসুন। ট্রেন-বাস-ট্যাক্সি শব্দগুলোও কিন্তু ইংরেজি।

আগের কথায় ফিরে আসি। বলছিলাম পেন্সিলের কথা। ছেলেবেলায় যে বস্তুটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবার। অনেকের তো পেন্সিল জমানোর শখও ছিল। আবার রঙ পেন্সিলে নানা রঙিন ছবি আঁকার স্মৃতিও রয়েছে অনেকের।

বিজ্ঞাপন
কখনো কি ভেবে দেখেছেন পেন্সিলের বাংলা কী? পেনের বাংলা কলম অনেকে জানলেও পেন্সিলের বাংলা অর্থ জানেন না। আজ তবে এটি জেনে নিন। বাংলায় পেন্সিলকে শিসযুক্ত লেখনী বলা হয়। এবার আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন তো তিনি পেন্সিলের বাংলা জানেন কি না।

