বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোন রঙের কফ কোন রোগের ইঙ্গিত দেয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১০:০১ এএম

শেয়ার করুন:

কোন রঙের কফ কোন রোগের ইঙ্গিত দেয়?

ইতোমধ্যে শীত কেটে এসেছে গরম। চারপাশে বেড়েছে সর্দি, কাশি, জ্বরের প্রবণতা। বাড়িতে একজনের পর আরেকজন অসুস্থ হয়ে পড়ছেন। গলায় কফ দলা পাকিয়ে থাকছে, বুকের ভিতর ঘরঘর করছে। 

চিকিৎসকদের মতে, কফের মাধ্যমেই শরীরের হাল-হকিকত জানা সম্ভব। সংক্রমণের মাত্রা কতোটা গুরুতর তা কফের রঙই জানান দেয়। তবে শ্লেষ্মা মানেই যে তা শরীরের জন্য ক্ষতিকর এমনটা নয়। এটি ফুসফুস, শ্বাসনালীর ভিতরের এলাকা আর্দ্র রাখে। যেকোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে শ্লেষ্মা। কফের রঙ স্বচ্ছ থাকলে চিন্তার কোনো কারণ নেই। তবে কফের রঙ বদলে গেলেই মুশকিল। 


বিজ্ঞাপন


coughing

কী রঙের কফ কোন শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়? চলুন জেনে নিই- 

হলুদ রঙের কফ 

শরীরে বড় কোনো সংক্রমণ হলে কফের রঙ গাঢ় হলুদ হয়ে যায়। বিশেষত সাইনাসের সমস্যা বাড়লে এমন হয়। তাই কফের রং এমন হলে সাবধান। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


বিজ্ঞাপন


coughing

কালো রঙের কফ

কফের রং হালকা কালো হলে বুঝতে হবে আপনি অত্যন্ত দূষিত পরিবেশে বসবাস করছেন। মিউকারমাইকোসিস নামক রোগের ক্ষেত্রেও কফের রং কালচে হয়ে যায়। এটি খুব বিরল ধরনের ছত্রাকজনিত সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংক্রমণের কারণে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ।

গোলাপি বা লাল রঙের কফ

অনেক সময়ে ফুসফুসে এক ধরনের তরল জমা হয়। চিকিৎসা পরিভাষায় একে ‘এডিমা’ বলে। দীর্ঘদিন ধরে বুকে কফ বসে থাকার কারণে সংক্রমণ হয়। আর এই সংক্রমণের ফলে এক ধরনের তরল ফুসফুসে জমা হতে থাকে। তার জেরেই শ্লেষ্মার রং বদলে যায়। আবার অনেক সময় নাকের টিস্যু ছিঁড়ে রক্তপাত হয়। সে কারণেও কফের রং লালচে হয়ে যেতে পারে।

বাদামি রঙের কফ 

অতিরিক্ত ধূমপান করেন? এমনটা হলে কিন্তু কফের রং বাদামি হতে পারে। মূলত দীর্ঘ দিন ধরে ধূমপান করার অভ্যাস থাকলে ফুসফুসের পরিবর্তন হয়। ব্রঙ্কাইটিস হওয়ারও একটা আশঙ্কা থাকে। এতে শ্বাস নিতে কষ্ট হয়। কফ জমা হতে থাকে। কখনও কখনও কফের সঙ্গে রক্তও বের হয়।

coughing

সাদা রঙের কফ

থকথকে, একটু বেশি সাদা, ঘন শ্লেষ্মা হলেও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। এমনটা হলে আপনার নাকের কোষগুলি সংক্রমণজনিত কারণে ফুলে গিয়েছে। ফলে আগের মতো স্বাভাবিক ভাবে শ্লেষ্মা আর বাইরে আসতে পারছে না। অর্থাৎ পর্যাপ্ত আর্দ্রতার অভাবে শ্লেষ্মার প্রকৃতি এমন হচ্ছে। ব্রঙ্কাইটিস বা সাইনাসের কারণেও এমন হতে পারে। 

কফের রঙ দীর্ঘদিন স্বাভাবিক না থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর