শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

খাওয়ার সময় মাস্ক খুলে কোথায় রাখবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

খাওয়ার সময় মাস্ক খুলে কোথায় রাখবেন?

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয় ফেস মাস্ক। সারা পৃথিবীতেই মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু বাইরে বের হলেও সব সময় মাস্ক পরে থাকার সুযোগ নেই। কেননা, পানি পান এবং আহারের সময় মাস্ক খুলতেই হবে।  তবে মুখ থেকে মাস্ক খোলার সময় হাত স্যানেটাইজ করেন না অনেকেই। তেমনিভাবে মুখ থেকে মাস্ক খোলার পর কোথায় রাখবেন, সেটা জানেন না বেশিরভাগ।  

চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক খুলে ব্যাগে বা পকেটে রেখে দেওয়া ঠিক নয়। বরং একটি জিপ লক ব্যাগে রাখতে পারলে ভালো হয়। ধুলা-ময়লা বা অন্য জীবাণু যেমন এতে কম শরীরে যাবে, তেমনই এড়িয়ে চলা যাবে কোভিড সংক্রমণের আশঙ্কাও।


বিজ্ঞাপন


maskকাপড়ের মাস্ক অনেকেই এত দিন ব্যবহার করতেন। সেগুলো মোটামুটি ধুয়ে ফের ব্যবহার করা যেত। কিন্তু ওমিক্রনের বিরুদ্ধে কাপড়ের মাস্ক যে খুব একটা কার্যকর নয়, তা এত দিনে জানিয়ে দিয়েছেন অনেক গবেষক। তাই এন৯৫ মাস্কের ব্যবহারে জোর দেওয়া হয়েছে। কিন্তু তার বিকল্প হিসাবে অনেকে সার্জিক্যাল মাস্কও পরেন। 

সার্জিক্যাল মাস্ক ব্যবহারের কিছু সহজ নিয়ম আছে। ভিজে গেলে ফেলে দিতে হবে। তা না হলে টানা আট ঘণ্টা ব্যবহারের পর ফেলে দিতে হবে। ফেলার সময়ে সব মাস্ক এক জায়গায় করে একটি আলাদা প্যাকেটে ভরে ফেলতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর