অর্গ্যাজম শব্দটি শুনলে আমাদের মনে প্রথমে যেটুক ধারণা তার মধ্যে খারাপের অংশই বেশি। শব্দটি নিয়ে একধরণের ট্যাবু আছে বলা যায়। আসলে রাগমোচন বা Orgasm কী, এর কাজ কী, কেন প্রয়োজন তার কিছুই বেশিরভাগ মানুষ জানেন না। অধিকাংশই ধরে নেন ব্যাপারটি অস্বাভাবিক। স্পষ্ট ধারণা না থাকায় বিষয়টি নিয়ে অহেতুক কিছু ভুল প্রশ্ন আসে।
অর্গ্যাজম শব্দটির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে যৌনতার। যৌনতা কোনো অপরাধ নয়। স্বামী-স্ত্রী স্বাভাবিক শরীর মনের চাহিদা মেটাতে যৌনতার প্রয়োজন আছে। আনন্দ আর উত্তেজনা দুটোই যৌনতার অংশ। সুন্দর ও স্বাভাবিক যৌনজীবন কাটাতে যৌনসুখ উপভোগ করতে হয়।
বিজ্ঞাপন

অর্গ্যাজম আসলে কী?
অনেকেই যৌনতার শুরুতেই সুখ খোঁজেন। এর সঙ্গে কিন্তু রাগমোচনের তফাৎ রয়েছে। অর্গ্যাজম হলো যৌনতার সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি চরম সুখ উপভোগ করেন।
কেন দরকার?
বিজ্ঞাপন
শরীরের জন্যেও ভীষণ উপকারী অর্গ্যাজম। প্রচন্ড উত্তেজনার মুহূর্তে শরীর থেকে অক্সিটোসিন নামের হরমোন নির্গত হয়। এটি আনন্দের অনুভূতিকে বহুগুণ করে দেয়। একইসঙ্গে অক্সিটোসিন স্নায়ুতন্ত্রকে শিথিল রাখে। যা মেলাটোনিন নামক হরমোন উৎপাদনে সাহায্য করে। ফলে ঘুম ভাল হয়।

দুশ্চিন্তায় কম-বেশি সব মানুষই ভোগেন। স্ট্রেস বা কাজের চাপ কমাতেও অর্গ্যাজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচন্ড উত্তেজনার পর পেশি শিথিল হয়ে যায়। তখন মাথা থেকে স্ট্রেস থাকে দূরে। মনে আনন্দ থাকে অনেক বেশি। অর্গ্যাজম হলে মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হয়। এটি মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে। আনন্দ, আকাঙ্খা বাড়িয়ে দেয়।
অর্গ্যাজমের সময় শরীরের যে সংকোচন প্রসারণ হয় তাতে পেলভিকের পেশীর স্থিতিস্থাপকতা বাড়ে। পেলভিকের পেশী অনেক বেশি শক্তিশালী হয়। একইসঙ্গে অনেক রকম ব্যথাও শরীর থেকে চলে যায়। নারীদের মূত্রাশয়ের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে অর্গ্যাজম।
অর্গ্যাজমকে মোটেও খারাপ কিছু ভাবা উচিত নয়। বরং দাম্পত্য জীবনের যৌনসুখ উপভোগ করতে অর্গ্যাজমকে গুরুত্ব দেওয়া উচিত। তবে যৌনতার আনন্দ আর অর্গ্যাজমের মধ্যে পার্থক্য মাথায় রাখবেন। তবে সুস্থ থাকা যাবে।
এনএম

