মৃগী স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত রোগ। এই অসুখে আক্রান্তদের অনেক কঠিন চ্যালেঞ্জ পড়তে হয়। রোগী নিজের খেয়াল না রাখলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারেন। এই রোগে আক্রান্তদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই রোগীদের কয়েকটি কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যখন সমস্যা দেখা দেয় তখন কাজগুলো ভুলেও করা যাবে না। কারণ, এতে বিপদ ঘটতে পারে। তাই সচেতন থাকাটা সবার আগে জরুরি। জানুন মৃগী রোগীরা কোন কোন কাজ ভুলেও করবেন না।
মৃগী কী?
বিজ্ঞাপন
মৃগী মস্তিষ্কের অসুখ। সাধারণত, মস্তিষ্কের কোষগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখে। কোনও কারণে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উদ্দীপক ও নিবৃত্তিকারক অংশদ্বয়ের কার্যপ্রণালীর ভারসাম্য নষ্ট হয়ে গেলে মৃগী রোগের লক্ষণ দেখা দিতে পারে।
মৃগী রোগের লক্ষণ কী কী?
অজ্ঞান হয়ে যেতে পারেন
হঠাৎ কাঁপুনি আসে
শক্ত হয়ে যায় শরীর
হঠাৎ করেই এক বিশেষ ধরনের স্বাদ, গন্ধ পাওয়া যায়
বেশিরভাগ সময় রোগী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মনে রাখতে পারেন না
মৃগী রোগীদের এই লক্ষণগুলো ক্ষেত্র বিশেষ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন জেনে নিই মৃগী রোগীরা যেসব কাজ ভুলেও করবেন না।
বিজ্ঞাপন
ড্রাইভিং
লন্ডনের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট এনএইচএস ইউকে অনুসারে, যেকোনো সময় মৃগীর সমস্যা দেখা দিতে পারে। তাই এই অসুখ থাকলে ড্রাইভিং নিয়ে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, গাড়ি চালানোর সময় মৃগী হলে বিপদ হতে পারে।
সাঁতার কাটা
মৃগী থাকলে ভুলেও সাঁতার কাটা যাবে না। সাঁতার কাটার সময় মৃগী এলে তা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সাইকেল বা বাইক
মৃগী রোগীদের সাইকেল বা বাইক চালানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ, চালানোর সময় মৃগী দেখা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে।
এমএইচটি/এজেড

