শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ভালোবাসার মাসে আর কী কী দিবস আছে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

ভালোবাসার মাসে আর কী কী দিবস আছে?

ঝরা পাতার মর্মর ধ্বনি আর শীতের রুক্ষতাকে বিদায় বলার পালা এসেছে। বসন্তকে বরণ করে নিতে শেষ প্রস্তুতি সারছে প্রকৃতি। বসন্ত আর ভালোবাসা এক সুতোয় গাঁথা। কোকিলের গান মনকে উদাসী করে তোলে। নানা ফুলের সুবাস প্রেমিক মনকে করে দেয় আনমনা। 

ফেব্রুয়ারি মানে হরেক দিবসের গুচ্ছ। দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় প্রেমের সপ্তাহে। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার মাসে আর কী কী দিবস আছে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


love

৭ ফেব্রুয়ারি- রোজ ডে (গোলাপ দিবস) 

৮ ফেব্রুয়ারি- প্রপোজ ডে (প্রস্তাব দিবস) 

৯ ফেব্রুয়ারি- চকলেট ডে (চকলেট দিবস) 


বিজ্ঞাপন


love

১০ ফেব্রুয়ারি- টেডি ডে (টেডি দিবস) 

১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে (কথা দেওয়া দিবস)

১২ ফেব্রুয়ারি- কিস ডে (চুম্বন দিবস)

love

১৩ ফেব্রুয়ারি- হাগ ডে (আলিঙ্গন দিবস)

১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (ভালোবাসা দিবস)

এই দিবসগুলোর মধ্যে ভালোবাসা দিবস ব্যতীত অন্য দিবসগুলো কীভাবে এসেছে তার সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তবে ভালোবাসার মানুষের জন্য বিশেষ এই দিনগুলো পালন করেন অনেকেই। ভালোবাসার বাইরে ফেব্রুয়ারি ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর