বসন্তেই গরমের ছাট লাগতে শুরু করেছে। ধীরে ধীরে বাড়ছে গরমের প্রকোপ। গরম থেকে বাঁচতে বাসা-বাড়িতে অনেকেই চালু রাখছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। অনেকেই মনে করেন এসি চালানো আর হাতি পালা সমান! কেননা, এসি চালালে বিদ্যুৎ খরচ বাড়ে। জানুন কীভাবে সারাক্ষণ এসি চালিয়ে বিদ্যুৎ বিল কমিয়ে রাখবেন।
সঠিক এসি নির্বাচন
বিজ্ঞাপন
এসি কেনার সময় প্রথমেই দেখবে হবে আপনি সে এসি কিনবেন বলে ঠিক করেছেন তার স্টার রেটিং কত? স্টার রেটিংয়ের উপর নির্ভর করে এসিতে বিদ্যুৎ খরচ। যে এসির স্টার রেটিং যত কম হবে সেই এসির ক্ষেত্রে বিদ্যুৎ খরচ তত বেশি হবে। ফলস্বরূপ মাসের শেষে বিদ্যুৎ খরচের বিলও বাড়বে। এর জন্য সবসময় ৫ স্টার বা কমপক্ষে ৪ স্টার মার্ক করা এসি কেনা উচিত।
এতে আয়ত্ত্বে থাকবে বিদ্যুৎ খরচ। যদিও এক্ষেত্রে মাথায় রাখতে হবে, স্টার রেটিং যত বেশি হয় এসির দামও তত বাড়ে। অর্থাৎ সিঙ্গেল স্টার এসির যত দাম হবে ৫ স্টার রেটেড এসির দাম হবে তার থেকে অনেক বেশি।
সূর্যের আলো ঢোকা আটকাতে হবে
যে ঘরে এসি চলে সেই ঘরে সূর্যের আলো যাতে না ঢোকে সেদিকে নজর রাখতে হবে। কারণ সূর্যের আলো ঢুকলেই গরম হবে ঘর এবং তার ফলে এসির কম্প্রেসর যখন ঘর ঠান্ডা করার চেষ্টা করবে তখন তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ হবে। তাই যে ঘরে এসি চলে সেই ঘরে কোনওভাবেই যেন সূর্যের আলো না ঢোকে তার ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞাপন
সবসময় এসি ব্যবহার
অনেকেই আছেন যারা এসি কিছুক্ষণ চালিয়ে বন্ধ করে দেন, আবার কিছুক্ষণ পর এসি চালু করেন। তাদের ধারণা, এর ফলে কম বিদ্যুৎ খরচ হয়। কিন্তু তা সম্পূর্ণ ভুল। বারবার এসি চালু ও বন্ধ করলে বিদ্যুৎ খরচ উলটে বাড়ে। কারণ এসি বন্ধ করলে ঘর গরম হতে শুরু করে। তারপর ফের এসি চালু করলে ঘর ঠান্ডা হতে সময় লাগে। এবং সেজন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তাই সবসময় এসি চালিয়ে রাখা উচিত।
সঠিক তাপমাত্রা সেট করা উচিত
গরম বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এসির একদম কম তাপমাত্রা সেট করে থাকেন। কিন্তু এতে যে খুব একটা আরাম পাওয়া যায় তা কিন্তু নয়। এসির তাপমাত্রা থাকা উচিত ২০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। এর ফলে ঠান্ডার যেমন অনুভূতি পাওয়া সম্ভব তেমনই এসির উপর অতিরিক্ত লোড হয় না।
নিয়মিত রক্ষণাবেক্ষণ করা
এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। যেমন,ফিল্টার , ডাক্ট পরিষ্কার রাখা দরকার। কারণ এসির এই যন্ত্রগুলিতে নোংরা বা ধুলা জমলে ঠান্ডা বাতাস বের হতে সমস্যা হয়। এতে ঘর ঠান্ডা হবে দেরিতে। বিদ্যুৎ বিল বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইনভার্টার কিনুন
এসি কেনার সময় ইনভার্টার প্রযুক্তির এসি কিনুন। ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী। যদিও সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসির দাম বেশি।
এজেড

