শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

তামার পাত্রে পানি পানের অবিশ্বাস্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

তামার পাত্রে পানি পানের অবিশ্বাস্য উপকারিতা

প্রাচীনকাল থেকেই তামা ও কাসার পাত্রে খাওয়ার চল। বিশেষ করে তামা ও কাসার পাত্রে পানি পানকে গুরুত্বসহকারে দেখা হতো। ভাতও খাওয়া হতো এগুলোতে। ধীরে ধীরে তামা ও কাসা হারিয়ে যেতে চলেছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, তামার গ্লাসে পানি পানের অবিশ্বাস্য উপকারিতা রয়েছে। নিয়মিত তামের গ্লাসে পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন তামার পাত্রে পানি পানের উপকারিতা। 

সুস্থ থাকতে চাইলে পানি পানের সময় কাঁচ ও প্লাস্টিকের গ্লাসে এড়িয়ে যেতে বলছেন চিকিৎসকরা। 


বিজ্ঞাপন


tamaআয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, পানি পানের সময় তামার তৈরি পাত্র বা গ্লাস ব্যবহার করাই ভালো।

আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, রাতেরবেলা যদি তামার জগ বা গ্লাসে পানি ঢেকে রেখে দেন। সকালবেলায় খালি পেটে সেই পানি খেলেই শরীরের নানা রোগব্যাধি দূর হয়।

অনেকেই বলে বয়স বাড়লেই শরীরে দেখা দেয় বাতের ব্যথা। সকালে উঠে তামার পাত্রে পানি পান করলে এই ব্যথায় উপশম পেতে পারেন।

tama


বিজ্ঞাপন


শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে তামা। তাই ডায়েট এবং শরীরচর্চার পাশাপাশি তামার পাত্রে রাখা পানি খান। অল্প দিনে কমবে শরীরে অতিরিক্ত মেদ।

তামার পাত্রে পানি খেলে হজম শক্তি ভালো হয়। অম্বল কিংবা গ্যাসের সমস্যা থাকলে উপকার পাওয়া যায়।

উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন, তাদের জন্য অব্যর্থ দাওয়াই তামা। এছাড়া ক্যানসারের প্রবণতা কমাতেও সাহায্য করে তামা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর