কোরিয়ানদের ত্বক দেখে হিংসে হয় যে কারোর। উজ্জ্বল, দাগহীন আর মসৃণ ত্বক তাদের। কোরিয়ানদের ত্বককে ‘পোর্সিলিন স্কিন’ বলা হয়। সবার মনেই কৌতূহল থাকে তাদের এই সৌন্দর্যের রহস্য নিয়ে।
এমন জেল্লাদার ত্বক পেতে অনেকেই ভরসা রাখেন নানা কোরিয়ান প্রসাধনীতে। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, এমন ত্বকের পেছনে রয়েছে বিশেষ ক্রমপর্যায়ের ‘নিয়ম’। চলুন সেই নিয়ম জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন
কোরিয়ানদের মতো ঝলমলে ত্বক যদি চান তবে শুরুতেই অয়েল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। ক্লিনজার ত্বকে লাগিয়ে ভেজা তুলা দিয়ে মুছে নিন। এরপর ফোমিং ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
আরও পড়ুন-
কঙ্গনার উজ্জ্বল ত্বকের রহস্য
পরবর্তী ধাপে ডেড স্কিন আর ব্ল্যাক হেডস তুলে নিতে লাগান ফেস স্ক্রাব। দুইবার এক্সফলিয়েট স্ক্রাব ব্যবহার করতে হবে। এরপর ত্বককে হাইড্রেড করতে লাগান টোনার। এতে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকে। এরপর হালকা করে ত্বকে লাগান এসেন্স। এই কাজে অ্যাম্পিউল ড্রপার ব্যবহার করুন। এতে ত্বক পুষ্টি পায়।
সবশেষে লাগিয়ে নিন সিরাম। এতে ত্বকের সমস্ত দাগছোপ মুছে যায়। এছাড়াও চোখের আশপাশে লাগাতে হবে আইক্রিম। এতে চোখের নিচের কালো ছোপ দূর হবে। পাশাপাশি প্রতিদিনের রুটিনে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। অন্যদিকে রোদে বের হওয়ার আগে লাগাতে হবে সানস্ক্রিন।
বিজ্ঞাপন
এই নিয়মগুলো রোজ পালন করে আপনিও পেতে পারেন কোরিয়ানদের মতো সুন্দর ত্বক।
এনএম/এজেড

