সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

যেসব লক্ষণে বুঝবেন সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগছেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

যেসব লক্ষণে বুঝবেন সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগছেন

সম্পর্ক ভাঙার অথবা সম্পর্কে তিক্ততা দেখা দেওয়ার নানা কারণ রয়েছে। অনেক সময়ই সঙ্গীর অতিরিক্ত রক্ষণশীল মনোভাবের জন্যও সমস্যা দেখা দেয়। আবার সন্দেহের কারণেও দেখা দেয় নানা সমস্যা। আপনার সঙ্গী কি আপনাকে নিয়ে নিরাপত্তহীনতায় ভোগেন? জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন।

১. দুজন মানুষ সম্পর্কে থাকার সময়ে তারা অনেকটা সময়ই একে অপরের সঙ্গে কাটান। কেউ কেউ আবার সারাক্ষণই সঙ্গী সঙ্গে থাকতে পছন্দ করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, যেকোনও সম্পর্কে একটি জায়গা দেওয়া এবং একটু স্বাধীনতা দেওয়া অত্যন্ত জরুরি। সঙ্গী যদি আপনাকে একেবারেই স্বাধীনতা দিতে না চান, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন।


বিজ্ঞাপন


relation২. হিংসা যেকোনও সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপনার সঙ্গী কি আপনার ভালো কোনও কিছু একেবারেই সহ্য করতে পারেন না? তাহলে বুঝতে হবে তিনি নিরাপদ অনুভব করেন না।

৩. যেকোনও কথাকাটাকাটিতেই কি সঙ্গী আপনার উপর দোষারোপ করতে শুরু করেন? এগুলোও নিরাপত্তাহীনতায় ভোগার লক্ষণ।

relation৪. নিজের সমালোচনা শুনতে না পারা: অন্যকে দোষারোপ করা। যেকোও খারাপ ঘটনার দায় অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো কাজ যদি সঙ্গী করে থাকেন, তাহলে তা নিরাপত্তাহীনতায় ভোগার লক্ষণ।

৫. অন্যর সঙ্গে সারাক্ষণ তুলনা করে যাওয়াও নিপারত্তাহীনতায় ভোগার লক্ষণ। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


বিজ্ঞাপন


৬. শুধু তাই নয়, যেকোনও বিষয়ে অত্যধিক চিন্তা ভাবনা করার মতো অভ্যাসও নিরাপত্তাহীনতায় ভোগার লক্ষণ।

relation

৭. আপনাকে নিয়ে কি সারাক্ষণ সন্দেহ করে সঙ্গী? এই বদঅভ্যাস সম্পর্ক নষ্ট করে দেয়। আর তাতেই তিক্ততা দেখা দেয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর