শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কিডনি রোগী দিনে কতটুকু পানি পান করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১১:০২ এএম

শেয়ার করুন:

কিডনি রোগী দিনে কতটুকু পানি পান করবেন?

কিডনি রোগীদের পানি পান করতে হয় হিসাব মেনে। বেশিও না, কমও না। পান করতে হবে পরিমিত। কিডনি রোগে আক্রান্ত হলে অতিরিক্ত পানি জমিয়ে রাখে। ছেঁকে শরীর থেকে বের করে দিতে পারে না। সেজন্য কিডনি রোগীদের পরিমিত পানি পান করতে বলেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানান, কিডনির রোগ থাকলে এই অঙ্গটি নিজের কাজ ভালো মতো করতে পারে না। এরফলে তৈরি হয় না প্রস্রাব । এবার প্রস্রাব হিসাবে পানি শরীর থেকে বেরতে না পারলে দেখা দিতে পারে সমস্যা। তখন শরীরের বিভিন্ন অংশে পানি জমতে থাকে। পা, মুখ ফুলে যায়।


বিজ্ঞাপন


এছাড়া কিডনি খারাপ থাকা অবস্থায় বেশি পানি করলে কিডনিকে আরও বেশি কাজ করতে হয়। ফলে দ্রুত খারাপ হতে থাকে কিডনি। এই অবস্থায় এই রোগে আক্রান্ত মানুষকে পরিমিত পানি পান করতে হয়।

waterকতটা পানি পান করবেন?

একজন সুস্থ মানুষ যিনি বাড়িতেই থাকেন, বেশি শারীরিক পরিশ্রম করেন না, তিনি দিনে ২ থেকে আড়াই লিটার পানিপান করলেই হয়। তবে কিডনি ডিজিজে এই কাজটা করলে চলবে না। এক্ষেত্রে মেপে পানি পান করা উচিত।

এবার স্টেজ ১ থেকে ৪ পর্যন্ত দিনে ১ থেকে দেড় লিটার পানি পান করতে পারেন। তবে স্টেজ ৪ পেরিয়ে গেলেই দিনে ১ লিটারের কম পানি পান করতে হবে। এই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর