মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই গরমে কেমন এসি কিনবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

এই গরমে কেমন এসি কিনবেন?

শীত বিদায় নিয়েছে। প্রকৃতিতে বইছে বসন্তের হাওয়া। কিন্তু সেই হাওয়া বেশি দিন থাকবে না। বসন্তের হাওয়াও বিদায় নেবে। বইবে লু হাওয়া। লু হাওয়ার খরতাপ থেকে বাঁচতে অনেকেই এসি কেনার পরিকল্পনা করছেন। কেননা, গরম আসার আগেই এসি কিনলে কিছুটা ছাড়ে কেনা যাবে। প্রশ্ন হচ্ছে কেমন এসি কিনবেন? বাজারে এখন বিভিন্ন ধরন, মডেলের এসি পাওয়া যায়। সেখান থেকে আপনার পছন্দসই এসি বেছে নেয়ার জন্য পড়ুন এই প্রতিবেদন। 

এসি কেনার আগে করণীয়


বিজ্ঞাপন


এসি কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার। যেকোন হোম অ্যাপলায়েন্স কেনার আগে ওয়্যারেন্টি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ওয়্যারেন্টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোন উইন্ডো টাইপ এসি কেনার আগে কত দিনের ওয়্যারেন্টি মিলবে জেনে নিন। বেশিরভাগ কোম্পানি উইন্ডো এয়ার কন্ডিশনারের সঙ্গে এক বছরের ওয়্যারেন্টি দেয়।
 
উইন্ডো টাইপ এসি 

দ্রুত ইন্সটলেশন ও তুলনামূলক কম দামের জন্য এখনও উইন্ডো টাইপ এসি দারুণ জনপ্রিয়। বিশেষ করে এক জায়গা থেকে অন্যত্র গেলে সঙ্গে নিয়ে যেতে সুবিধা হয় এই এয়ার কন্ডিশনারগুলো। এছাড়াও উইন্ডো এসি রক্ষণাবেক্ষণের খরচও অনেকটা কম। ঘরে একটি জানালা থাকলেই এই এসি খুব কম সময়ে ইনস্টল করা যায়।

acস্প্লিট এসি

স্প্লিট এসিতে কম্প্রেশারটি ঘরের বাইরে থাকে বলে মেশিনের আওয়াজ শোনা যায় না বললেই চলে। কিন্তু সমস্যা হল, স্প্লিট এসির কম্প্রেশার বসানোর জন্য ঘরের দেওয়াল ভাঙতে হবে।


বিজ্ঞাপন


স্প্লিট না উইন্ডো টাইপ এসি কিনবেন?

উইন্ডো এয়ার কন্ডিশনারে একটি মাত্র ইউনিট থাকে যা খুব সহজে ইনস্টল করা যায়। স্প্লিট এসির থেকে অনেকটা সস্তা উইন্ডো এসি। দুর্দান্ত কুলিং পাওয়া যায় উইন্ডো এসিতে। কোন ঝামেলা ছাড়াই দ্রুত ইনস্টল করা যায় উইন্ডো এসি

এসি কি ইনভার্টার?

বর্তমানে বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ইনভার্টার এসি জনপ্রিয় হয়ে উঠছে বাজারে। এই এসিতে ঘর প্রয়োজন মতো ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায় কমপ্রেশার। ঘর আবার গরম হতে শুরু করলে আবার ফুল ক্যাপাসিটিতে চালু হয় কমপ্রেশার। তাই ইনভার্টার এসির কমপ্রেশার সবসময় প্রয়োজন মতো ক্যাপাসিটিতে কমে গিয়ে চলতে থাকে ও ঘরকে ঠান্ডা রাখে। যেহেতু এই এসির কমপ্রেশার কম ক্যাপাসিটিতেও চলতে পারে তাই সাধারণ এসির থেকে এই এসিতে বিদ্যুৎ খরচ হয় বেশ খানিকটা কম।

acকত টনের এসি কিনবেন?

ঘরের আয়তনের উপরে নির্ভর করবে এসির ক্ষমতা। কত টনের এসি কিনতে হবে তা জানার জন্য ঘরের দৈর্ঘ্য, প্রস্থ মেপে নিন। তুলনামূলক ছোট ঘরে ১ টনের কম ক্ষমতার এসি যথেষ্ট হলেও বড় ঘরে প্রয়োজন হতে পারে ২ টন ক্ষমতার এসি।

১২০ বর্গফুটের ছোট ঘরের জন্য ০.৭৫ টন এসি ব্যবহার করা যাবে।  ১২০-১৫০ বর্গফুটের ঘরে প্রয়োজন হবে একটি ১ টন এসি। ১৫০-১৮০ বর্গফুটের ঘর হলে প্রয়োজন হবে একটি ১.৫ টন এসি। এছাড়াও ১৮০-২২০ বর্গফুটের ঘর হলে ২ টন এসি ব্যবহার করতে হবে।

বিদ্যুৎ খরচ

কম খরচে এয়ার কন্ডিশনার কিনতে চাইলে আপনাকে উইন্ডো এসি দেখতে হবে। তবে এসি কেনার সময় স্টার রেটিং দেখে নিন। চেষ্টা করুন ৫ স্টার এসি কেনার। এই এসি গুলো সবথেকে কম বিদ্যুৎ খরচ করে। যা দীর্ঘ সময়ে আপনাকে অনেকটা সাশ্রয়ে সাহায্য করবে।

ওয়্যারেন্টি ও সার্ভিস

যেকোন হোম অ্যাপলায়েন্স কেনার আগে ওয়্যারেন্টি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ওয়্যারেন্টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসি কেনার আগে কত দিনের ওয়্যারেন্টি মিলবে জেনে নিন। বেশিরভাগ কোম্পানি এয়ার কন্ডিশনারের সঙ্গে এক বছরের ওয়্যারেন্টি দেয়। তবে কমপ্রেসরে বেশি দিকের ওয়্যারেন্টি পাওয়া যায়। যেহেতু এসির সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কমপ্রেসরে তাই কেনার আগে কমপ্রেসরের ওয়্যারিন্টি সম্পর্কে বিস্তারে জেনে নিন।

স্টেবিলাইজার

এসির সঙ্গে স্টেবিলাইজার ব্যবহার করতে হবে? আজকাল বেশিরভাগ এয়ার কন্ডিশনারের সঙ্গে ইন বিল্ট ভোল্টেজ স্টেবিলাইজার থাকে। তবে এসির সঙ্গে পৃথক ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে এয়ার কন্ডিশনারের আয়ু বাড়ে।

অতিরিক্ত ফিচার

এয়ার কন্ডিশনার কেনার সময় অতিরিক্ত ফিচারগুলো দেখে নিতে পারেন। অটো সুইচ অন, আর্দ্রতা কমানো, অ্যাপ ফিচার, ওয়াইফাই কানেক্টিভিটি, ইনভার্টার অপশন, একাধিক সুইং মোডের মতো ফিচারগুলো থাকলে এসির এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। নিজের বাজেট অনুসারে ফিচার বেছে নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর