সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমাবর্তনের টুপি কেন আকাশে ওড়ানো হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

সমাবর্তনের টুপি কেন আকাশে ওড়ানো হয়? 

শিক্ষার্থীদের জীবনে বহুল আকাঙ্ক্ষিত মুহূর্ত সমাবর্তনের দিন। এদিন তারা শিক্ষাজীবনের সনদ হাতে পান। দিনটি যেমন বিশেষ, তেমনি এই দিনে পোশাক থেকে কার্যক্রম সব কিছুই বিশেষ। সমাবর্তনের দিন শিক্ষার্থীরা কালো গাউন পরেন। তাদের মাথায় থাকে চার কোনা টুপি। 

সমাবর্তনের অলিখিত কিছু রীতি রয়েছে। এই যেমন কালো গাউন পরা, চার কোনা টুপি পরা, আকাশে টুপি ওড়ানো ইত্যাদি। প্রায় সব শিক্ষার্থীদের দেখা যায় এই দিন টুপি উড়িয়ে উদযাপন করতে। অনেকের মনে প্রশ্ন জাগে, এই কাজটি নিয়ে। এটি কি নিছক আনন্দ লাভের জন্য? নাকি এর পেছনেও রয়েছে কোনো ব্যাখ্যা। 


বিজ্ঞাপন


cap

চার কোনা টুপি 

সময়ের সঙ্গে সঙ্গে সমাবর্তনের টুপিতে অনেক বৈচিত্র্য এসেছে। এখন চার কোনা টুপি পরলেও শুরুর দিকে দিকে গোলাকার টুপির প্রচলন ছিল। সমাবর্তন টুপির জন্য সর্বাধিক প্রচলিত হলো মর্টারবোর্ড ক্যাপ। এটি সমাবর্তন গাউনের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। 

মর্টারবোর্ড শব্দটি এসেছে টুপির আকৃতি থেকে। এটি আদতে নির্মাণ শ্রমিকদের (স্টোনমাসন) মর্টার বহন করার জন্য ব্যবহৃত বর্গাকার বোর্ডের মতো। কারো কারো মতে, টুপিটি চার কোনা হওয়ার কারণ, এটি মর্টারবোর্ডের প্রতিনিধিত্ব করে। শিক্ষার্থীদের কাছে টুপির এই স্টাইলটি বেশি গ্রহণযোগ্যতা পাওয়ায় এই আকারটিই স্থায়ী হয়। 


বিজ্ঞাপন


cap

টুপি কেন আকাশে ওড়ানো হয়? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে যেতে হবে ১০০ বছরেরও বেশি সময় পেছনে। ১৯১২ সালে আমেরিকান নেভাল একাডেমি প্রথম সমাবর্তন টুপি আকাশে নিক্ষেপ করা শুরু করে। জানা যায়, পূর্ণাঙ্গ অফিসার হওয়ার আগে নৌবাহিনীর গ্র্যাজুয়েটদের প্রথম দুই বছর মিডশিপম্যান হিসেবে কাজ করতে হতো। যখন মিডশিপম্যানরা স্নাতক হতো, তখন অফিসারদের কাছে একটি নতুন টুপি দেওয়া হতো। এসময় তারা পুরনো টুপিগুলো আকাশে উড়িয়ে দিতেন। 

cap

তাদের এই রীতিটি পরবর্তীতে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। আর তাই তখন থেকে এখন পর্যন্ত উচ্ছ্বাসের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে সব শিক্ষার্থী সমাবর্তনের দিন আকাশে টুপি উড়িয়ে থাকেন। 

>> আরও পড়ুন: বিরিয়ানির পাতিল কেন লাল কাপড়ে মোড়া থাকে

সমাবর্তনের দিন টুপি ওড়ানোর রীতির এই ইতিহাস কি জানা ছিল আপনার? 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর