হোল্ডিং নম্বর হচ্ছে দেশের প্রতিটি বাড়ির আলাদা আলাদা নম্বর। ঢাকায় হোল্ডিং নম্বর পেতে চাইলে আপনাকে সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য এই নম্বরটি লাগে। উত্তর ও দক্ষিণ দুই সিটির ক্ষেত্রে একই পদ্ধতিতে হোল্ডিং নম্বর নেওয়া যায়।
সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ থেকে হোল্ডিং নম্বর দেওয়া হয়। এজন্য সাদা কাগজে কর কর্মকর্তা বরাবর জায়গার মালিককে মালিকানার কাগজসহ আবেদন করতে হয়। পরবর্তীতে সরেজমিনে তদন্ত করা হয়। জায়গার মালিকানার তথ্য সঠিক পাওয়া গেলে হোল্ডিং নম্বর প্রদান করা হয়।
বিজ্ঞাপন

প্রয়োজনীয় তথ্য এবং দলিল জমা দেওয়ার পর খালি জায়গা ও নির্মাণাধীন কাঠামোর ক্ষেত্রে ১৫ দিন সময় নেয় সিটি কর্পোরেশন।
যদি জায়গাতে কোনো কাঠামো থাকে তাহলে এই সময় বেড়ে হয় ৯০ দিন। এছাড়া ইউনিয়ন পর্যায়েও নিতে পারেন হোল্ডিং নম্বর। গ্রামাঞ্চলের বাসাবাড়ি গুলোর জন্য হোল্ডিং নম্বর প্লেট দিয়ে থাকে ইউনিয়ন পরিষদ।
এসএ/এজেড

