শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রূপচর্চায় চালের গুঁড়া

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

রূপচর্চায় চালের গুঁড়া

ত্বকের জেল্লা বাড়াতে চান? ত্বক টানটান রাখতে চান? তবে ব্যবহার করুন চালের গুড়ার ফেসপ্যাক। এই প্যাক ত্বকের নানা ধরনের সমস্যা দূর করে। ত্বক করে তোলে উজ্জ্বল। 

ফেসপ্যাকটি তৈরি করার জন্য ওটস, চালের আটা এবং মধু লাগবে। ওটস ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক টেবিল-চামচ চালের আটা, এক চা-চামচ ওটস, এক চা-চামচ দুধ এবং এক চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। আপনার সারা মুখে প্যাকটি লাগান। মিনিট দশেক রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


বিজ্ঞাপন


facepack

তৈলাক্তভাব দূর করতে

চালের আটা ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ব্রণর সমস্যা দূর করতে পারে। একটি পাত্রে তিন থেকে চার ফোঁটা ক্যাস্টর অয়েল, এক টেবিল-চামচ চালের গুঁড়া এবং গোলাপ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। 

ব্রণ দূর করতে 


বিজ্ঞাপন


মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। এ বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করা যেতে পারে।

বলিরেখা দূর করতে

এক টেবল-চামচ চালের আটা এবং দুইটি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগান। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি বলিরেখা থেকে মুক্তি পেতে চান তবে এই ফেসপ্যাকটি অবশ্যই ব্যবহার করুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর