শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কী আগে দেখছেন, তা জানাবে আপনার মনের অবস্থা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ এএম

শেয়ার করুন:

কী আগে দেখছেন, তা জানাবে আপনার মনের অবস্থা

মাঝেমধ্যে নেটমাধ্যমে বিচিত্র ‘দৃষ্টিবিভ্রম’ বা ‘অপটিক্যাল ইলিউশনের’ ছবি প্রকাশ পায়। বিশেষজ্ঞদের মতে, এমন ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এবার তেমন একটি ছবি দিয়েই মস্তিষ্কের পরীক্ষা নেওয়া যাক। 

ছবিতে দেখা যাচ্ছে কালো প্রেক্ষাপটে কয়েকটি সাদা গম্বুজ রয়েছে ছবিটিতে। এই গম্বুজগুলোর আকার এমন যে তা কালো রঙের প্রেক্ষাপটে দেখে মনে হতে পারে, দুজন মানুষ মুখ নিচু করে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই ছবির মধ্যে কি কোনো অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে? 


বিজ্ঞাপন


প্রশ্ন হচ্ছে আপনি এই ছবিটি প্রথম দেখায় কী দেখতে পারছেন? গম্ভুজ নাকি মানুষের ছায়া? 

যদি কেউ প্রথমে গম্বুজ দেখতে পান তবে তিনি জীবনে সুরক্ষিত থাকতে পছন্দ করেন। অন্যদিকে, যেসব ব্যক্তি প্রথমে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে দেখছেন, তারা মানসিকভাবে আবদ্ধ বোধ করছেন। 

তবে এমন দাবির পেছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কি না, তা উল্লেখ করা হয়নি। তাই, এমন দাবিকে ধ্রুব সত্য ভাবার প্রয়োজন নেই। সাধারণত অপটিকাল ইলিউশনটিকে নিছক মজার জিনিস ভাবাই বিচক্ষণতার পরিচয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর