শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যেসব খাবার খেলে মশা বেশি কামড়ায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

যেসব খাবার খেলে মশা বেশি কামড়ায় 

মশা সবাইকেই কামড়ায়। তবে কিছু মানুষের ক্ষেত্রে এই মাত্রা যেন একটু বেশি। ভিড়ের মধ্যে থাকলেও দেখা যায়, অন্যদের থেকে তাদের মশা বেশি কামড়াচ্ছে। একাধিক গবেষণায় দেখা গেছে, বিশেষ কিছু গ্রুপের রক্তের গন্ধে মশা বেশি আকৃষ্ট হয়।

তবে কেবল রক্তের গ্রুপ নয়, এর জন্য বিশেষ কিছু খাবার ও পানীয়ও দায়ী। এসব খাবার খেলে শরীর থেকে বা ঘাম থেকে যে গন্ধ বের হয়, তাতেও মশা বেশি আকৃষ্ট হয়। ফলে বেশি কামড়ায়। এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


food

অ্যালকোহল: গবেষণা অনুযায়ী, যারা অ্যালকোহল সেবন করেন, তাদের বেশি মশা কামড়ায়। কারণ, অ্যালকোহল সেবনের কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এই অবস্থায় ভিওসিএস পরিবর্তন হতে শুরু করে।

food

ক্যাফেইন: যারা বেশি কফি বা চা পান করেন তাদের বেশি মশার কামড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাফেইনের কারণে মেটাবলিজমের মাত্রা বেড়ে যায়। ফলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। আর উষ্ণ রক্ত মশাকে দ্রুত আকৃষ্ট করে। 


বিজ্ঞাপন


carb

লো কার্ব ডায়েট: একাধিক গবেষণা অনুযায়ী, যারা কম কার্বযুক্ত খাবার খান, তাদের মশা বেশি কামড়ায়। এ ছাড়া অপরিচ্ছন্ন ত্বকও মশাকে আকৃষ্ট করতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর