শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে ১০ গানে আজও বেঁচে আছেন সালমান শাহ 

সানজিদা খান শর্মী 
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

যে ১০ গানে আজও বেঁচে আছেন সালমান শাহ 

আমাদের ৯০ এর প্রজন্মের জন্য সালমান শাহ মানেই ভালোবাসা। ভালোবাসার এক অনবদ্য রূপকার ছিলেন এই নায়ক। ছেলেদের জন্য ছিলেন স্টাইল আইকন। আর মেয়েদের জন্য স্বপ্নের পুরুষ। তার করা ২৭টি ছবিই ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। এসব ছবির গানগুলোও ছিল তুমুল জনপ্রিয় আর হৃদয় ছোঁয়া।

সালমান শাহের খুব জনপ্রিয় ১০টি গান সম্পর্কে চলুন আলোচনা করা যাক- 


বিজ্ঞাপন


১। গান: ‘ও সাথীরে যেও না কখনো দূরে’
ছবি: স্বপ্নের ঠিকানা (১১ মে, ১৯৯৫)

এই ছবিটির পরিচালক আবদুল খালেক। এখানে সালমানের বিপরীতে ছিলেন শাবনূর ও সোনিয়া। এটি ছিল দেশের চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল ছবি। সালমানের হিরোইজম নব্বই দশকে কতটা প্রভাব ফেলেছিল এ ছবিটি তারই উদাহরণ। ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে এই ছবিতে সালমানকে প্রেমিক ও মানসিক ভারসাম্যহীনের চরিত্রে দেখা যায়। মানসিক ভারসাম্যহীনের এই চরিত্রটি তার জন্য প্রথম ও চ্যালেঞ্জিং ছিল এ ছবিতে। চরিত্রটি রূপায়ণে সালমান পুরোপুরি সফল ছিলেন।

salman

২। গান: ‘আমি যে তোমার কে, কাছে এসে নাও জেনে নাও’
ছবি: বিচার হবে (২১ ফেব্রুয়ারি, ১৯৯৬)


বিজ্ঞাপন


এই ছবিটির পরিচালনায় ছিলেন শাহ আলম কিরণ। নায়িকা হিসেবে বিপরীতে ছিলেন শাবনূর। গ্রাম-শহর এই দুই প্রেক্ষাপট মিলিয়ে। এটি ছিল সালমানের অন্যতম সেরা ছবি। গ্রামের সহজ-সরল একটি ছেলে ঘটনাক্রমে শহরে আসার পর চাঁদাবাজের কবলে পড়ে জীবনযাত্রা পরিবর্তন করে মাস্তান হয়ে যায়। সালমান এই ছবিতে তার ততটুকু হিরোইজম দেখিয়েছেন চরিত্রের জন্য ঠিক যতটুকু দরকার ছিল।

৩। গান: ‘এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি’
ছবি: প্রিয়জন (১৪ই জুন,১৯৯৬)

এই ছবিটির পরিচালক রানা নাসের। নায়িকা শিল্পী ছিলেন বিপরীতে। এই ছবির অন্য আরেকজন নায়ক ছিলেন রিয়াজ। পরিবার, বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে এই ছবির গল্প। স্যাক্রিফাইসিং রোলে প্রথমবারের মতো নিজেকে উজাড় করে অভিনয় করেছিলেন সালমান। তবে এই ছবির শেষ দৃশ্যে তার চরিত্রের সাসপেন্সে ছিল।

salman

৪। গান: ‘ভালো আছি, ভালো থেকো’
ছবি: তোমাকে চাই (২১ জুন, ১৯৯৬)

পুরোপুরি রোমান্টিক ধাঁচের এই ছবিটির পরিচালক ছিলেন মতিন রহমান। সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। এই ছবিতে ভালোবাসার জন্য ঘরবাড়ি ছেড়ে কাজ করে নিজের পায়ে দাঁড়ায় সালমান। অনবদ্য অভিনয় করেছেন তিনি এ ছবিতে। ছবির ‘ভালো আছি ভালো থেকো’ গানটি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা থেকে নেওয়া হয়েছিলো।

৫। গান: ‘তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর’
ছবি: স্বপ্নের পৃথিবী 

এই ছবির পরিচালনায় ছিলেন বাদল খন্দকার। সালমান শাহের বিপরীতে নায়িকার চরিত্রে ছিলেন শাবনূর। এই ছবিতে সালমান রাজতন্ত্রের বিপরীতে জনগণের প্রতিনিধিত্ব করা একজন তরুণ বিপ্লবী। প্রেম, নেতৃত্ব ও প্রতিরোধ সব মিলিয়ে একজন অপ্রতিদ্বন্দ্বী নায়কের ছবি ছিল। 

alman

৬। গান: ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা’
ছবি: জীবন সংসার (১৮ অক্টোবর, ১৯৯৬)

এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। এ ছবিটি পারিবারিক ও রোমান্টিক আবহের। প্রেমের সঙ্গে বাস্তব যুদ্ধে পরিস্থিতি অনুযায়ী যেসব ঘটনার মুখোমুখি হতে হয় এই ছবিটিতে তা দেখিয়েছে। সালমান প্রেমিক ও ভাই দুই চরিত্রেই অসাধারণ দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

৭। গান: ‘সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে’
ছবি: চাওয়া থেকে পাওয়া (২০ ডিসেম্বর, ১৯৯৬)

ছবিটি পরিচালনা করেছেন এম এম সরকার। বিপরীতে ছিলেন নায়িকা শাবনূর। এ ছবিটি স্টাইলিশ সালমান শাহর ফ্যাশনেবল হিরোইজম তুলে ধরে। ‘সাথী তুমি আমার জীবনে’ গানে তার কস্টিউম সিলেকশন চোখ ধাঁধানো সহশিল্পী শাবনূরের সঙ্গে। প্রেমিক, চিত্রশিল্পী ও কর্মঠ পুরুষ এ ধরনের বৈচিত্র্যে অভিনয় করেছে এক ছবিতেই। ছবিতে জীবনের চাওয়া-পাওয়া মেটাতে বাস্তবের মুখোমুখি হবার যে প্রয়োজন থাকে সেটাই তুলে ধরেছেন সালমান।

salman

৮। গান: ‘স্বপ্নের নায়ক সেই তুমি’ 
ছবি: স্বপ্নের নায়ক (৪ জুলাই, ১৯৯৭)

এই ছবিটির পরিচালক ছিলেন নাসির খান। নায়িকার চরিত্রে ছিলেন শাবনূর। এই ছবিতে নায়কের অকালমৃত্যু ঘটে গল্পে। বাস্তবে সালমানের অকালমৃত্যুর জন্য এ ছবিটিও অসমাপ্ত তাই তার দ্বিতীয় নায়ক হিসেবে আমিন খান আসে। নির্ধারিত অংশে সালমান নিজের করা চরিত্রটুকুকে যথেষ্ট কঠিন বলেছিলেন।

৯। গান: ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’
ছবি: তোমাকে চাই (২১শে জুন,১৯৯৬)

পুরোপুরি রোমান্টিক ধাঁচের এই ছবিটির পরিচালক ছিলেন মতিন রহমান। সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। এই ছবিতে ভালোবাসার জন্য ঘরবাড়ি ছেড়ে কাজ করে নিজের পায়ে দাঁড়ায় সালমান। অনবদ্য অভিনয় করেছেন তিনি এ ছবিতে। ছবির ‘ভালো আছি ভালো থেকো’ গানটি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা থেকে নেয়া হয়েছিলো।

salman

১০। গান: "তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা"
ছবি: আনন্দ অশ্রু (১ আগস্ট, ১৯৯৭)

অসম্ভব জনপ্রিয় এই ছবিটির পরিচালক ছিলেন শিবলি সাদিক। সালমানের বিপরীতে অভিনয়ে ছিলেন শাবনূর ও কাঞ্চি। এ ছবিটি অভিনয়ের দিক থেকে সালমানের অন্যতম সেরা মাস্টারপিস ছবি। রোমান্সের পর নিদারুণ ট্র্যাজেডি ছবিটিকে করুণ করেছে। ছবির প্রধান দুই গান ‘তুমি মোর জীবনের ভাবনা’ এবং ‘তুমি আমার এমনই একজন’-এ সালমান অসম্ভব জনপ্রিয়। ট্যাজেডি জনরার এই ছবিটি পুরো ঢালিউডের জন্য এক অনবদ্য সৃষ্টি, যা আজও আদর্শ হয়ে আছে।

সবশেষে এটুকুই বলতে পারি, এই মানুষটা সত্যিই এমনি একজন, যাকে একজনমে ভালোবেসে ভরবে না এ মন। দোয়া করি, ওপারে ভালো থাকুন প্রিয় মানুষটি।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর