রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তোতলানো থেকে মুক্তির ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ এএম

শেয়ার করুন:

তোতলানো থেকে মুক্তির ৩ উপায়
প্রতীকী ছবি

শিশুরা কথা বলতে গেলে মাঝেমধ্যে জড়িয়ে যায়। সেই আধো আধো বুলি বেশ স্বাভাবিক। কিন্তু অনেকক্ষেত্রে বড়দের মধ্যেও এমটা দেখা দেয়। কথা জড়িয়ে যাওয়ার এই সমস্যা তোতলামি নামে পরিচিত। 

তাড়াতাড়ি কথা বলতে গেলে অনেকের জিভ জড়িয়ে যায়। কী বললেন তার অর্ধেক কথাই বোঝা যায়। বিশেষ করে উত্তেজিত থাকলে বা অনেক মানুষের সামনে কথা বলতে গেলে এই সমস্যা বেশি দেখা দেয়। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। 


বিজ্ঞাপন


mike

তোতলানো কোনো লজ্জার বিষয় নয়। কিছু ঘরোয়া উপায় কাজে লাগানোর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কী করবেন? চলুন জেনে নিই- 

শ্বাস নিন 

কথা শুরুর আগে বড় বড় করে শ্বাস নিন। দ্রুত কথা না বলে ধীর গতিতে বলুন। এতে কথা কম জড়াবে। মনে দ্বিধা রাখবেন না। আত্মবিশ্বাস এই সমস্যা অনেকটাই কমিয়ে দিতে সক্ষম। 


বিজ্ঞাপন


reading

গান গাওয়া কিংবা বই পড়া 

প্রতিদিন অল্প কিছু সময় গান গাওয়ার চেষ্টা করুন। চাইলে কোরআন তেলওয়াতও করতে পারেন। গল্প কিংবা কবিতার বই জোরে উচ্চারণ করে পড়তে পারেন। এতে তোতলামি সমস্যা কমবে। 

প্রাণায়ামে ভরসা 

এটি এক ধরনের যোগ ব্যায়াম। গভীর শ্বাসের এই ব্যায়ামটির মাধ্যমে সকাল শুরু করতে পারেন। ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। 

pranayamএছাড়া তোতলামি সমস্যা কমাতে চুইংগাম খেতে পারেন নিয়মিত। আয়নায় নিজের সঙ্গে কথা বলার অভ্যাস করুন। নির্ভরযোগ্য বন্ধু থাকলে তার সঙ্গে রোজ কিছু সময় কথা বলুন। জিভ জড়ানোর এই সমস্যা অতিরিক্ত হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর