রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভ্রু ঘন হবে ঘরোয়া এই তেলে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

ভ্রু ঘন হবে ঘরোয়া এই তেলে

মুখের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভ্রুযুগল। মুখের সঙ্গে মানানসই এক জোড়া আইব্রো বা ভ্রু থাকলে চেহারা দেখায় আকর্ষণীয়। একেক জনের ভ্রু হয় একেক রকম। 

কারো কারো চোখের ভ্রু বেশ সরু হয়। মেকআপের সময় আইব্রো পেনসিল ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। তবে তা হয় সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধান চাই? ভ্রু ঘন করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া তেল। এ তেল নিয়মিত ব্যবহারে ভ্রু হবে কালো আর ঘন। 


বিজ্ঞাপন


oilকীভাবে তৈরি করবেন ভ্রু ঘন করার তেল?

অনেকে ভ্রু ঘন করতে নারকেল তেল লাগান। কেবল এই তেল ভ্রু ঘন করার জন্য যথেষ্ট নয়। তার সঙ্গে অলিভ ওয়েল ও ক্যাস্টর অয়েলও লাগবে। 

একটি কাঁচের বোতলে ২ চামচ অলিভ ওয়েল, ২ চামচ ক্যাস্টর অয়েল এবং ২ চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। বোতলের ঢাকনা আটকে একটু নাড়াচাড়া করে রেখে দিন। এভাবে এক মাস এই তেল রেখে দিন।

browএক মাস পর তেলের মিশ্রণ বের করে প্রতিদিন ভ্রুতে লাগান। আস্তে আস্তে ভ্রু হয়ে উঠবে কালো আর ঘন। 


বিজ্ঞাপন


এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর