রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চশমা পরায় নাকে দাগ? ৩ উপায়ে সমাধান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

চশমা পরায় নাকে দাগ? ৩ উপায়ে সমাধান 

দিন দিন বাড়ছে চোখজনিত স্বাস্থ্য সমস্যা। ফলে অনেকেরই সঙ্গী হচ্ছে চশমা। অনেকক্ষণ চশমা পরে থাকলে নাকের দুই পাশে নাক দেখা দেয়। এই দাগ দেখতে মোটেও ভালো লাগে না। 

কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই দাগ দূর করা সম্ভব। এমন কিছু ঘরোয়া উপায়ের কথা চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


aloveraঅ্যালোভেরা

দেহের যেকোনো দাগ দূর করতে অ্যালোভেরা দারুণ কার্যকরী। চশমার জন্য সৃষ্টি হওয়া দাগে অ্যালোভেরা জেল লাগান। আধা ঘণ্টা রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিটি কাজে লাগালে দাগ দূর হয়ে যাবে। 

potatoআলু 

দাগ তুলতে আলুর ব্যবহার করে দেখেছেন কখনো? ঘরে থাকা উপাদানটি দিয়ে সহজেই নাকের দাগ তোলা সম্ভব। একটি আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা আলু দাগের ওপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। 


বিজ্ঞাপন


orangeকমলার খোসা

রূপচর্চায় কমলালেবুর খোসার ব্যবহার বেশ পুরনো। দাগ মলিন করতে এটি দারুণ কাজ করে। কমলার খোসা ভালো করে শুকিয়ে নিন। গুঁড়ো করে এর সঙ্গে এক টেবিল চামচ দুধ মেশান। খোসা আর দুধের এই মিশ্রণে নাকের দাগের ওপর লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই প্যাক ব্যবহার করতে পারেন। 

চশমার কারণে নাকের পাশে দাগ পড়েছে? মন খারাপ না করে এই উপায়গুলো কাজে লাগিয়ে দেখুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর