রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ মিনিটেই তৈরি করুন ‘চিনি টোস্ট’ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

১০ মিনিটেই তৈরি করুন ‘চিনি টোস্ট’ 
ছবি: সংগৃহীত

কাজের ফাঁকেই হঠাৎ করে খিদে পায় অনেকের। মিষ্টি কিছু হয়তো খেতে ইচ্ছে করে। কিন্তু পরিচিত মিষ্টান্ন তৈরি করা সময়সাপেক্ষ। ঘরে কি পাউরুটি আছে? তাহলে আর ভাবনা নেই। এই পাউরুটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার এক খাবার। 

পদটির নাম ‘চিনি টোস্ট’। মাত্র তিনটি উপাদানে কাজের ফাঁকেই ১০ মিনিটে বানাতে পারেন মজার এ খাবারটি। জেনে নিই রেসিপি। 


বিজ্ঞাপন


উপকরণ
পাউরুটি- ২টি (স্লাইস করা) ঘি- ১ টেবিল চামচচিনি- স্বাদমতো

প্রণালি 
পাউরুটির টুকরোগুলোতে ভালো করে ঘি মেখে নিন। এর ওপর স্বাদমতো চিনি ছড়িয়ে দিন। টুকরো দুটি একসঙ্গে করে টোস্টারে বা প্যানে গ্রিল করুন। চাইলে পাউরুটি ছোট ছোট টুকরা করে নিতে পারেন। চিনি গলে পাউরুটি লালচে সোনালি রং হলে তুলে নিন। 


বিজ্ঞাপন


ঘরে দই থাকলে অল্প একটু দই ছড়িয়ে পরিবেশন করতে পারেন মজাদার চিনি টোস্ট। ড্রাই কোকোনাটও ছড়িয়ে দিতে পারেন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর