মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইলাইনার বানিয়ে ফেলুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

আইলাইনার বানিয়ে ফেলুন ঘরেই

নারীর সাজসজ্জার একটি গুরুত্বপূর্ণ অংশ চোখ। আই মেকআপ সুন্দর হলে পুরো চেহারার সৌন্দর্য বেড়ে যায় অনেকখানি। অনেকে চোখ সাজাতে কেবল কাজল বা আইলাইনার ব্যবহার করেন। চোখের উপরের পাতায় আইলাইনার আর নিচে কাজল পরলেই চোখ হয়ে ওঠে আকর্ষণীয়। 

ধরুন, কোথাও বেড়াতে যাবেন। আইলাইনার লাগাতে গিয়ে দেখলেন তা শুনিয়ে গেছে। এমন পরিস্থিতিতে কী করবেন? চাইলেই কিন্তু ঘরে মেকআপের এই উপকরণটি বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই। 


বিজ্ঞাপন


eyelinerঅ্যাক্টিভেটেড চারকোল

ফেসওয়াশ, ফেস মাস্ক বা ফেস স্ক্রাবে ব্যবহৃত একটি উপকরণ এটি। চাইলেই অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আইলাইনার তৈরি করতে করতে পারেন। বাজারে ক্যাপসুল আকারে এটি পাওয়া যায়। একটি পাত্রে ২/৩টি ক্যাপসুল ভেঙে নিন। তাতে মেশান নারকেল তেল। দুটি উপাদান ভালো করে মিশিয়ে জেলের মতো মিশ্রণ তৈরি করুন। আইলাইনার হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। 

eyelinerকোকো পাউডার

কোকো পাউডার দিয়েও কিন্তু আইলাইনার তৈরি করা সম্ভব। একটি পাত্রে কোকো পাউডার নিন। এর সঙ্গে ২/৩ ফোঁটা গোলাপ জল বা এমনি পানি ভালো করে মেশান। জেল জাতীয় মিশ্রণ তৈরি হবে। এটি আইলাইনার হিসেবে ব্যবহার করুন। তবে হ্যাঁ, এই আইলাইনার দেখতে কালো হবে না। এর রঙ হবে বাদামি। 


বিজ্ঞাপন


eyelinerকুমকুম পাউডার

সাজসজ্জায় কুমকুমের ব্যবহার বেশ পুরনো। ছোট কাঁচের পাত্রে কুমকুম পাউডার নিয়ে তার সঙ্গে সামান্য পানি মেশান। জেলজাতীয় মিশ্রণ তৈরি হবে। একটু গাঢ় শেডের রঙ ব্যবহার করবেন। তাহলো কালো বা খয়েরি রঙের আইলাইনার তৈরি হবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর