রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ব্রেন টিউমারের লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ব্রেন টিউমারের লক্ষণ

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মস্তিষ্ক। তাই বিশেষ এই অঙ্গটির দিকে বাড়তি খেয়াল রাখতে হয়। মস্তিষ্কের এক জটিল রোগ ব্রেন টিউমার। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই রোগটির উপসর্গগুলোকে গুরুত্ব দেন না। যার ফলে অবস্থা আরও গুরুতর হয়। 

টিউমার হলো শরীরের অস্বাভাবিক কোষ বিভাজন। শরীরের যেকোনো অংশেই এটি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ধরনের ব্রেন টিউমার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকটি চেনা লক্ষণই এই স্বাস্থ্য সমস্যাটির আগাম ইঙ্গিত দেয়।


বিজ্ঞাপন


brain tumorপ্রাথমিক পর্যায়ে টিউমার মস্তিষ্কে কোনো সমস্যা তৈরি করেই না বললে চলে। তবে এই টিউমার যত বড় হতে থাকে সমস্যা তত বাড়তে থাকে। কারণ এটি বড় হলে মস্তিষ্কের ভেতরের জায়গা কমতে থাকে। 

ব্রেন টিউমারের লক্ষণ 

১. মাথা ব্যথা। এই ব্যথা সহজে কমতে চায় না 
২. বমি বমি ভাব বা বমি হওয়া 
৩. চোখে ঝাপসা দেখা 

brain tumor
৪. চোখের সামনে থাকা জিনিসের দুই প্রতিবিম্ব দেখা 
৫. হাত-পা নাড়াতে কষ্ট হওয়া 
৬. শরীরের ভারসাম্য রাখতে কষ্ট লাগা। 
৭. কথা বলতে সমস্যা হওয়া
৮. ক্লান্ত লাগা 


বিজ্ঞাপন


brain tumor
৯. অবসাদ আসা 
১০. বারবার ভুলে যাওয়া 

এই লক্ষণগুলো সবগুলো যদি দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ব্রেন টিউমার হলে তিনি সঠিক পরামর্শ দিতে পারবেন। এই স্বাস্থ্য সমস্যাটি নিয়ে হেলা করবেন না। জটিলতা বাড়বে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর