ছোট্ট একটি প্রাণি মশা। তবে মানুষকে বিরক্ত করার বিদ্যা তার ভালোই জানা। সময়ে অসময়ে কানের কাছে এসে ডানা ঝাপটিয়ে শব্দ করা আর শরীরের এখানে ওখানে কামড়ানো। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো বিভিন্ন রোগের বাহক মশা।
আজ (২০ আগস্ট) বিশ্ব মশা দিবস। চিকিৎসক রোনাল্ড রসের আবিষ্কারকে সম্মান জানাতে এই দিবসটি পালন করা হয়। ১৮৯৭ সালের ২০ আগস্ট তিনি অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে তিনি এই আবিষ্কারের জন্য 'নোবেল' পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
১৯৩০-এর দশক থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। মশা সম্পর্কে নানা সময় আমাদের মনে প্রশ্ন জাগে। ছোট্ট এই প্রাণীটি সম্পর্কে অনেককিছু হয়তো জানিও না। চলুন এমন কিছু তথ্য জেনে নিই।
রক্ত পান করে কেন?
সাধারণত মশা গাছের কাণ্ডের রস বা ফুলের মধু পান করে বেঁচে থাকতে পারে। কিন্তু ডিম গঠনের জন্য স্ত্রী মশকীর মানুষের রক্তের প্রয়োজন পড়ে। ডিম তৈরির জন্য যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডগুলোর দরকার হয় তা কেবল মানুষের রক্ত থেকেই পাওয়া যায়। অর্থাৎ গর্ভধারণের জন্যই মানুষের গরম তাজা রক্ত পান করে মশা।
প্রজাতি কয়টি?
বিজ্ঞাপন
পৃথিবীতে প্রায় ৩,৫০০ প্রজাতির মশা আছে। এর মধ্যে অল্প কিছু প্রজাতিই কেবল মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে কামড়িয়ে থাকে।
কয়দিন বাঁচে?
একটি পুরুষ মশা গড়ে ১০ /২০ দিন এবং স্ত্রী ৩ থেকে ১০০ দিন পর্যন্ত বেঁচে থাকে।
মৃত মানুষকে কেন কামড়ায় না?
মশা মানুষের গরম তাজা রক্ত পান করে। মৃত মানুষের রক্ত ঠান্ডা হয়। তাই তারা মৃত মানুষকে কামড়ায় না। মৃত্যুর পর যতক্ষণ লাশের রক্ত গরম থাকে ততক্ষণ এরা কামড়ায়।
কাদের বেশি কামড়ায়?
মশা কার্বন শাই অক্সাইডের উপস্থিতি বিবেচনা করে কামড়ে থাকে। এরা সবচেয়ে বেশি আক্রমণ করে গর্ভবতী মহিলাদের। কারণ তাদের নিঃশ্বাসে সাধারণ মানুষ অপেক্ষা ২১ শতাংশ বেশি কার্বন ডাই অক্সাইড এবং দেহের তাপমাত্রাও সাধারণের চেয়ে ১.২৬ ডিগ্রী বেশি। এরপর বেশি আক্রমণ করে শিশুদের।
উড়ার গতি কত?
শুনলে অবাক হবেন একটি মশা ঘণ্টায় প্রায় ১-১.৫ মাইল বেগে উড়ে যেতে সক্ষম
শব্দ করে কেন?
আমাদের কানের পাশে শব্দ করে যে মশাগুলো সেগুলো পুরুষ মশা। আর আমাদের কামড়ায় স্ত্রী মশা। পুরুষ সদস্যরা শব্দ করে আমাদের ব্যস্ত রাখে যেন স্ত্রী মশা নির্বিঘ্নে রক্ত শুষে নিতে পারে।
কতবার ডানা ঝাপটায়?
একটি মশক সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটাতে পারে। অতি অল্প সময়ে এতবার ডানা ঝাপটানোর কারণে শব্দ সৃষ্টি হয় যা আমরা শুনতে পাই।
মশা সম্পর্কে এই তথ্যগুলো কি আগে জানা ছিল আপনার? এই প্রাণীটি থেকে নিজে দূরে থাকুন। শিশুকেও দূরে রাখুন।
এনএম

