শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘রুটি গোরিং মেলোতত’ খেয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

‘রুটি গোরিং মেলোতত’ খেয়েছেন কি?

রোজ রোজ একইরকম খাবার খেতে কি আর ভালো লাগে? বিশেষ করে শিশুরা নতুন নতুন খাবার চায় পাতে। তা পরিবেশন করতে হয় আকর্ষণীয়ভাবে। মালয়েশিয়ান একটি অ্যাপাটাইজার ‘রুটি গোরিং মেলোতত’। নাম শুনে কঠিন মনে হলেও পদটি তৈরি করা যাবে খুব সহজেই। চলুন তবে মজার খাবারটির রেসিপি জেনে নিই। 

উপকরণ


বিজ্ঞাপন


পাউরুটি স্লাইস- ৪টি
বিফ সসেজ- ৬টি 
ডিম- ১টি 
তেল- ভাজার জন্য 

foodপ্রণালি 

একটি বেলনির সাহায্যে পাউরুটি টুকরোগুলো ভালো করে বেলে নিন। প্রতিটি টুকরো তিন ভাগে কেটে নিন। একটি বাটিতে ডিম ফেটে নিন। সসেজগুলো দুই টুকরো করে নিন। 

পাউরুটির কাটা টুকরোর মাঝখানে এক টুকরো সসেজ দিয়ে মুড়ে ফেলুন। রুটির শেষ প্রান্তে ডিম ব্রাশ করে জোড়া লাগিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভাজুন। 


বিজ্ঞাপন


foodসালাদের জন্য

শসা কুঁচি- ১/২ কাপ
গাজর কুঁচি- ১/২ কাপ
মেয়োনিজ- ৩ টেবিল চামচ
মিক্সড ড্রাই হার্ব- ১/২ চা চামচ (অপশনাল)
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। গরম গরম রুটি গোরিং মেলোততের সঙ্গে এই সালাদ পরিবেশন করুন। বিকেলের নাস্তা হিসেবে এই পদটি খেতে পারেন অনায়াসে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর