সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেকারদের দিন শুভ, অন্যদের কেমন কাটবে জানুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

বেকারদের দিন শুভ, অন্যদের কেমন কাটবে জানুন

আজ চন্দ্র দিন-রাত কর্কট রাশিতে সঞ্চার করবে। কর্কট রাশিতে চন্দ্র ও বুধ ও সূর্য একসঙ্গে থাকায় এই রাশিতে আজ ত্রিগ্রগী যোগের সংযোগ তৈরি হয়েছে। আবার আজই নিজের গতি পাল্টেছেন বৃহস্পতি। বর্তমানে মীন রাশিতে বক্রি গতিতে হাঁটছেন বৃহস্পতি। এমন পরিস্থিতিতে আপনার দিন কেমন কাটবে, জেনে নিন আজকের রাশিফল।

মেষ রাশি


বিজ্ঞাপন


মেষ রাশির জাতকরা একাধিক ক্ষেত্রে ভালো ফলাফল লাভ করবেন। চাকরিজীবীদের কাজের প্রতি নিষ্ঠা দেখে কর্মকর্তারা তাদের প্রশংসা করবেন। ছোটখাটো লগ্নির ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন। তাই এই রাশির যে জাতকরা লগ্নির পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিন ভালো। অংশীদারীত্বে ব্যবসা করছেন যে মেষ রাশির জাতকরা তাঁরা আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবন না। রোজগারের খোঁজে রয়েছেন যে যুবকরা তারা আজ কোনও নতুন কাজ পেতে পারেন। পারিবারিক জীবনে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকবে। তবে কথাবার্তায় সংযথ না-থাকলে, জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। জীবনসঙ্গী অবসাদগ্রস্ত থাকতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জীবনে আজকের দিনটি মিশ্র প্রভাব বিস্তার করবে। এই রাশির জাতকদের মধ্যে সকাল থেকেই আত্মবিশ্বাস থাকবে। পরিশ্রমের জোরে বিপরীত পরিস্থিতিও মোকাবিলা করতে পারবেন। জমি-সম্পত্তির মামলা চলছ যে বৃষ জাতকদের তারা আজ এ বিষয় আনন্দ লাভ করতে পারেন। আপনার পক্ষে কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। কাজের জন্য দিন ভালো। মনে উৎসাহ থাকবে। প্রেম সম্পর্কে সাফল্য লাভ করবেন ও সম্পর্ক মজবুত হবে।

horoমিথুন রাশি


বিজ্ঞাপন


মিথুন রাশির জাতকরা আজ কাজকর্মে ভালো প্রদর্শন করবেন। আপনার বাকচাতুর্যই আপনার জীবনে সাফল্য এনে দেবে। তবে সংযত থাকতে হবে। অনাবশ্যক অবসাদ এড়িয়ে চলুন। উন্নতি লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে মিথুন রাশির জাতকদের। পারিবারিক সুখ লাভ করবেন ও সারাদিন প্রসন্ন থাকবেন। কর্মক্ষেত্রে আনন্দ-সহ কাজ করে সময় কাটাবেন। অতীতের তুলনায় আজকের দিন অনুকূল প্রমাণিত হবে।

কর্কট রাশি

আজ কর্কট রাশির জাতকরা কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন। তা না হলে কাজের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়তে শুরু করবেন। আর্থিক দিক দিয়ে দিন ভালো। আয়ও ভালো হবে। কর্মক্ষেত্রে বোধবুদ্ধি প্রয়োগ করে কাজ করলে পরিস্থিতি আরও সহজ হবে। যুবকরা কেরিয়ারে সাফল্য লাভ করবে। রোজগারের প্রচেষ্টায় থাকলে তাতে সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। রাজকয় বিষয়ে প্রচেষ্টার পর সাফল্য লাভ করতে পারেন। বাকপটুতা ও চাতুরীর সাহায্যে নিজের কাজ পুরো করে নিতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা আজ উৎসাহে ভরে থাকবেন। সময়ের মধ্যে কাজ পূর্ণ করার প্রচেষ্টা করে যাবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও সহযোগীদের কাছ থেকে জরুরি সহযোগিতা লাভ করতে পারবেন। ছাত্ররা প্রতিযোগিতায় ক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। পড়াশোনা ও সৃজনশীল কাজে ভালো প্রদর্শন করতে পারবেন সিংহ রাশির জাতকরা। কোনও পুরনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সঙ্গে আজ হঠাৎ করে দেখা হতে পারে। পারিবারিক কাজের জন্য সময় বের করতে হবে সিংহ রাশির জাতকদের। কোনও জরুরি কেনাকাটার জন্য ব্যয় করবেন। মাসের শেষে বাজেটের কারণে কিছু ব্যক্তি চিন্তিত থাকবেন। দূরবর্তী বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ফোনে কথা হবে।

horoকন্যা রাশি

কন্যা রাশির জাতকরা আজ শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার বাণী অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের মাধ্যমে নিজের কাজ পূর্ণ করতে পারবেন। নিজের ইচ্ছানুযায়ী কার্য পরিকল্পনা পূর্ণ করবেন। পারিবারিক সুখ লাভ করবেন এই রাশির জাতকরা। ধর্মীয় আয়োজনের সম্ভাবনা রয়েছে। এর ফলে মনে আনন্দ থাকবে।

তুলা রাশি

তুলা রাশির জাতকরা আজ নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার ভুল করবেন না। প্রশাসনিক কাজ সহজেই পূর্ণ করতে পারবেন। বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসায়িক গতিবিধি দুর্বল হয়ে পড়বে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। আপনার খ্যাতি, প্রতিষ্ঠা ও সম্মান বাড়বে। পরিবারের সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা। তাই পরাজয় স্বীকার করার পরিবর্তে কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং তাদের সঙ্গে যাত্রার আনন্দ উপভোগ করতে পারেন। কাজে ক্ষেত্রে মনোনিবেশ করবেন ও এতে ভালো ফল লাভও করবেন। এই রাশির জাতকরা আজ যে কাজ হাতে নেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। অর্থ সঞ্চয় করতে পারেন। এমনকি লগ্নি করে থাকলে তাতেও ভালো লাভ অর্জন করতে পারবেন।

horoধনু রাশি

ধনু রাশির জাতকদের আজকের দিনটি পরিবার ও অফিস-উভয় ক্ষেত্রেই ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ বিশেষ ফল লাভ করতে পারেন। পাশাপাশি ধন লাভের যোগও রয়েছে। কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে পারে। প্রথম প্রথম সমস্যা দেখা দিলেও ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। নতুন কাজ শুরুর আগে মা-বাবার পরামর্শ নিতে ভুলবেন না। আইন-আদালতের মামলা থেকে মুক্তি লাভ করবেন। আয়ের নতুন উৎসের খোঁজে থাকবেন।

মকর রাশি

মকর রাশির জাতকরা আজ বাড়িতে থেকেই অধিকাংশ কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন কঠিন। কিন্তু হতাশ হবেন না। কর্মকর্তারা চাকরিজীবীদের কাজের প্রশংসা করবেন। শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ পেতে পারেন। আপনার বাকপটুতা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে।

কুম্ভ রাশি

আজ কুম্ভ রাশির জাতকদের কাজের গতি উন্নত হবে। ব্যবসায় আশানুকূল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ বড়সড় লগ্নি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করবেন। এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা হবে, যাঁদের সাহায্যে কাজে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন পাবেন।

মীন রাশি

আজ মীন রাশির জাতকদের কথায় সকলে প্রভাবিত হবেন। পেশাজীবনে পরিস্থিতি আপনার ইচ্ছার অনুকূলে থাকবে। দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করছে এমন কোনও ব্যবসায়িক কাজ পূর্ণ হবে। বন্ধুদের কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে আজ তা পুরো করার চেষ্টা করবেন। ছাত্ররা শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে তাদের পছন্দ মতো পরিণাম লাভ করবেন। সমস্ত কাজে পরিজনদের সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর