শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

দাঁতের হলদেটে ভাব দূর করুন ২ দিনেই 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

দাঁতের হলদেটে ভাব দূর করুন ২ দিনেই 

হাসিতে ফাঁসি না হলেও অপরপক্ষের কাছে মুগ্ধতা ছড়াতে এর জুড়ি নেই। সুন্দর করে হাসতে জানে এমন মানুষকে কে না পছন্দ করে। এই বিষয়টির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে দাঁত। ভাবুন তো, কারো সামনে আপনি প্রাণ খুলে হেসে উঠলেন আর হলদেটে দাঁত দেখা গেল। কেমন লাগবে? 

আসলে ঝকঝকে সাদা দাঁত সবাই চান। কিন্তু অনেক সময় পানিতে আয়রন থাকলে, ধূমপান করলে কিংবা অসুস্থতার কারণে দাঁতে হলুদ ছাপ পড়ে। ফলে হারিয়ে যায় পুরো মুখের সৌন্দর্য। ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। জানুন দাঁত থেকে হলদেটে ভাব দূর করার কিছু উপায়। 


বিজ্ঞাপন


teethবেকিং সোডার পেস্ট 

একটি পাত্রে এক চামচ বেকিং সোডা নিন। এর সঙ্গে মেশান দুই চামচ পানি। ঘন পেস্ট তৈরি করুন। টুথপেস্টের বদলে এই মিশ্রণ দিয়ে দাঁত ব্রাশ করুন ২ মিনিট। বেকিং সোডা দাঁতের দাগ-ছোপ দূর করবে। এই উপাদানটি দাঁতের নানা স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি মেলাবে। 

teethপাতিলেবুর খোসা

লেবু খাওয়ার পর খোসা না ফেলে দাঁতের যত্নে কাজে লাগান। ৪টি পাতিলেবুর খোসা ভালো করে রোদে ছড়িয়ে শুকিয়ে নিন। এতে যেন একটু ভিজে ভাব না থাকে। শুকনো খোসাগুলো মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এয়ারটাইট বোতলে সংরক্ষণ করুন। 


বিজ্ঞাপন


এবার গরম পানিতে দুই চামচ পাতিলেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই পেস্টের সাহায্যে দাঁত মাজুন। সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে হবে। ব্লিচিং উপাদান সম্পন্ন লেবুর খোসা দাঁতের হলুদ ভাব দূর করতে সাহায্য করে। 

teethতিল বাটা 

দাঁতের জন্য খুবই উপকারি তিল। চার চামচ তিল বেটে নিন। বাটার সময়ে সামান্য পানি মিশিয়ে নেবেন। ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়েই সপ্তাহে তিন থেকে চার দিন দাঁত জানুন। এতেই আপনার দাঁত আবার হবে সাদা ঝকঝকে। পেস্টের বদলে তিলের তেলও ব্যবহার করতে পারেন। 

teethনারকেল তেল

দাঁতের যত্নে ব্যবহার করতে পারেন নারকেল তেলও। এতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। দাঁতের বিভিন্ন সমস্যা কমায় এটি। দুই চামচ নারকেল তেল ভালো করে দাঁতে লাগিয়ে নিন। তারপর মিনিট দুয়েক এভাবেই রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। 

teethতুলসি পাতা

তুলসি পাতার সাহায্যেও আপনি দাঁতের ঝকঝকেভাব ফিরে পেতে পারেন। কয়েকটি তুলসি পাতা থেতো করে নিন। তা দাঁতে এবং মাড়িতে ঘষুন। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। দাঁতের খারাপ ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ক্যাভিটির মতো সমস্যা দূরে থাকবে। দাঁতের সাদা ভাবও ফিরে আসবে।

হলুদ দাঁত নিয়ে অস্বস্তিতে না থেকে ঘরোয়া উপায়গুলো কাজে লাগান আর হাসুন প্রাণ খুলে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর