আজ শুক্র ও চন্দ্রের যুতির ফলে ধন যোগ সৃষ্টি হবে। যার একাধিক রাশির জাতকদের লাভ হতে চলেছে। তবে কিছু কিছু রাশির জীবনে সমস্যাও দেখা দেবে। মেষজাতকরা আজ মিশ্র ফল লাভ করবেন। বৃষ রাশির জাতকরা আজ বিবাদের মধ্যেই দিন কাটাবেন। বাকিদের সময় কেমন কাটবে? জানুন আজকের রাশিফল।
মেষ রাশি
বিজ্ঞাপন
মেষ রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। পারিবারিক জীবনে ভাই-বোনের সঙ্গে কোনও কারণে বিবাদ ও অবসাদ হতে পারে। এর ফলে মেজাজ খারাপ থাকবে। প্রেম সম্পর্ক ঠিক থাকবে। পরিশ্রমের মাধ্যমে বরিষ্ঠদের সন্তুষ্ট করতে পারলে আর্থিক লাভ পেতে পারেন। আপনার পরিশ্রম ও একাগ্রতায় বয়স্করা সন্তুষ্ট ও প্রসন্ন থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সংযমী থেকে নিজের কাজ করুন।
বৃষ রাশি
আজকের দিন কিছু বৃষ রাশির জাতকদের জন্য বিবাদে ভরপুর থাকবে। কর্মকর্তাদের উপেক্ষার শিকার হতে হবে। সহকর্মীরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হবেন ও নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। জটিল সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মিথুন রাশি
বিজ্ঞাপন
সরকারি ক্ষেত্রে কোনও প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ লাভ হতে পারে। কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা লাভ করবেন মিথুন রাশির জাতকরা। সময়ের সদ্ব্যবহার করলে ভবিষ্যতে ব্যবসায়ীরা অধিক লাভ অর্জন করতে পারবে। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
কর্কট রাশি
আজ কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা একাধিক বৈঠক ও মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন। সম্মান লাভ করবেন ও নতুন কিছু দায়িত্বও অর্জন করতে পারেন। জটিল সমস্যার সমাধান খুঁজে পাবেন। নিজের সিদ্ধান্তে মনোনিবেশ করুন। লগ্নির জন্য বিশেষজ্ঞের পথ প্রদর্শন জরুরি।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন, যার ফলে ভবিষ্যতে লাভ হবে। ব্যবসায়িক পরিকল্পনায় উৎসাহিত ও আশ্বস্ত থাকবেন। নিজের ভবিষ্যতে পূর্ণ সাফল্য লাভ করবেন। সময়ের সদ্ব্যবহার করতে পারলে ব্যবসায়িক ও কর্মজীবনে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে নতুন সমীকরণ ও দায়িত্বের কারণে কাজে ব্যস্ত থাকবেন। কিছু আটকে থাকা পরিকল্পনায় গতি বাড়বে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। আপনার প্রভাব বাড়বে। চাকরিজীবীরা নিজের কাঙ্খিত স্থানে স্থানান্তর লাভ করতে পারেন। আপনার হাতে নতুন সুযোগ আসবে। তার সদ্ব্যবহার করে লাভ অর্জন করতে পারেন। আর্থিক সমৃদ্ধি সম্ভব।
তুলা রাশি
আজ তুলা রাশির জাতকদের আজকের দিনটি ঠিক-ঠাক থাকবে। অপ্রয়োজনীয় কাজে নিজের সময় ও শক্তি ব্যয় করবেন না। পরিকল্পনাবদ্ধ ভাবে কাজ করার ফলে লাভ হবে। নিজের সিদ্ধান্তের ওপর চিন্তাভাবনা করে অগ্রসর হন। কোথাও লগ্নির পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। বিবাহিত দম্পতিদের সংযমী হতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি সম্ভব।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যবসায়ী জাতকরা আজ কিছু ভালো ফলাফল লাভ করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে, যার ফলে লাভ সম্ভব। অংশীদারী ব্যবসা বা ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে, এর ফলে সমস্ত ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আইনি মামলা চলতে থাকলে তাতে সাফল্য লাভ করতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা উত্তম স্বাস্থ্য উপভোগ করবেন। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। এই রাশির জাতকদের আয় ও রোজগার বাড়বে। নতুন অধিকার লাভ করবেন, প্রভাব বাড়বে। দায়িত্ব বাড়ায় অবসাদে ভুগতে থাকবেন। সামাজিক পরিস্থিতি মজবুত হবে। সন্তুষ্টি অনুভব করবেন এই রাশির জাতকরা। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। নিজের দুর্বলতা কারও সামনে প্রকাশ করবেন না। আবার কাজে সাফল্য লাভ না-করা পর্যন্ত নিজের পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করে নেবেন না।
মকর রাশি
মকর রাশির জাতকরা ব্যবসায়িক সম্পর্ক ও চুক্তিতে নিজের পরিশ্রমের পূর্ণ ফলাফল লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে এই রাশির জাতকদের প্রভাব বাড়বে। কাজের কারণে যাত্রায় যেতে পারেন। কারও সাহায্যে আগামী মাসে ইতিবাচক ফলাফল লাভ করবেন। আপনাদের মধ্যে কিছু জাতকরা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন। প্রেম সম্পর্কে ভাগ্যবান থাকবেন। বিরোধীরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।
কুম্ভ রাশি
আজ কুম্ভ রাশির জাতকরা আজ জীবনসঙ্গীর কাছ থেকে কম সহযোগিতা লাভ করতে পারেন। আপনার এমন অনুভূতির কারণে মানসিক জটিলতা ও অবসাদ দেখা দিতে পারে। আপনি চিন্তিত থাকলেও, তা কাউকে বুঝতে দেবেন না। ব্যবসায়ীরা অংশীদারীর মাধ্যমে ভালো লাভ অর্জন করতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে।
মীন রাশি
ব্যবসায়িক দিক দিয়ে নতুন সম্পর্ক ও চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য ভালো সময়। কার্য সংক্রান্ত যাত্রা ও সহযোগিতা আগামী মাসে ইতিবাচক ফলাফল প্রদান করবে। মীন রাশির কিছু জাতকরা গুরুত্বপূর্ণ লোকেদের কাছ থেকে সম্পর্ক স্থাপন করলে অধিক প্রভাবশালী হয়ে উঠতে পারবেন। বয়স্কদের দ্বারা উপেক্ষিত হতে পারেন। সহকর্মীরা আপনার দুর্বলতার সুযোগ তুলে আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন।
এজেড

