বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডিমের দিলরুবা খেয়েছেন কখনো? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

ডিমের দিলরুবা খেয়েছেন কখনো? 

দিলরুবা শব্দটি শুনলেই গল্প বা কবিতার কোনো নায়িকার কথা মনে পড়ে। যদি শোনেন ‘ডিমের দিলরুবা’? হ্যাঁ, ডিম দিয়ে তৈরি মজার একটি খাবার এটি। মুরগির কিমা আর ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন ভিন্নধর্মী পদটি। আতিথেয়তায় রাখতে পারেন খাবার টেবিলে। জানুন রেসিপি। 

উপকরণ


বিজ্ঞাপন


চিকেন কিমা ২৫০ গ্রাম
সেদ্ধ ডিম
তেল ৪ টেবিল চামচ

egg
রসুন কুচি ১ চা চামচ
আদা রসুন বাটা ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ

egg
১ চা চামচ মরিচ গুঁড়ো
সেদ্ধ আলু ১টি
লবণ স্বাদমতো
ব্রেড ক্রাম্ব
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

প্রণালি


বিজ্ঞাপন


অল্প লবণ দিয়ে চিকেন কিমা হালকা সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে সেদ্ধ করা কিমা দিন। দুই এক মিনিট পর এক এক করে রসুন কুঁচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিন। সব উপকরণ খুব ভালো করে মেশাতে হবে। 

eggধীরে ধীরে মাংস আর মশলার মিশ্রণ নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে এলে সেদ্ধ আলু মিশিয়ে ভালো করে মেখে নিন। 

সেদ্ধ ডিম নিয়ে তার চারপাশে কিমা আলুর মিশ্রণ দিয়ে কোট করে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার পানিতে গুলে রাখুন। এতে কোট করা ডিম চুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে নিন। 

কড়াইয়ে তেল দিয়ে চপগুলো সোনালি বাদামি করে ভেজে নিন। পছন্দের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন। চাইলে পোলাও বা বিরিয়ানির সঙ্গেও রাখতে পারেন পদটি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর