পুরুষের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে দাড়ি। খেলোয়াড় থেকে শুরু করে নায়ক, গায়ক কিংবা নামকরা সেলিব্রিটি- দাড়ি রাখতে পছন্দ করেন অনেকে। কেউবা ক্লিন শেভে থাকতেই ভালোবাসেন। গালভরা দাড়ি থাকুক বা না থাকুক, দাড়ি চুলকান না এমন মানুষ হাতেগোনা।
ত্বক বিশেষজ্ঞদের মতে, দাড়ি চুলকানোর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। তবে কয়েকটি সহজ টোটকা মানলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
বিজ্ঞাপন
দাড়ি কাটায় যত্নবান
কাটার পর দাড়ি যখন বৃদ্ধি পায় তখন এর কাটা প্রান্তের সঙ্গে গালের ঘষা খায়। ফলে চুলকানি সৃষ্টি হয়। অনেকসময় দাড়ির কাটা অংশগুলি ফলিকলের ভিতরেই বাড়তে পারে। তখন দাড়ির গোড়া ফুলে ওঠে ও চুলকায়। এর ফলে ব্যথাও হতে পারে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে দাড়ি কাটার সময় যত্নবান হতে হবে। ব্যবহার করতে হবে দাড়ি কাটার লোশন।
প্রয়োজন ময়শ্চারাইজার
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হ্রাস পেলে শুষ্কতা সৃষ্টি হয়। এই অবস্থাকে জেরোসিস বলে। অনেকসময় এই কারণেও দাড়ি চুলকাতে পারে। তাই নিয়মিত গালে ময়শ্চারাইজার মাখুন।
বিজ্ঞাপন
ফলিকিউলাইটিস হলে করণীয়
দাড়ির গোড়া বা ফলিকলে প্রদাহ সৃষ্টি হলে তাকে ফলিকিউলাইটিস বলে। বিভিন্ন রোগজীবাণুর আক্রমণে এই প্রদাহ তৈরি করতে পারে। আবার ত্বকের আবর্জনা জমে ফলিকলের মুখ বন্ধ হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়। ফলে চুলকানি বাড়ে। ফলিকিউলাইটিস হলে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রসাধনী ব্যবহারে সতর্কতা
অনেকসময় মুখে মাখার বিভিন্ন প্রসাধনী ব্যবহারে গালে খারাপ প্রতিক্রিয়া দেখা দেয়। কখনও আবার স্বাভাবিক তৈলগ্রন্থিগুলি ক্ষতিগ্রস্থ হলে গাল চুলকাতে পারে। তাই প্রসাধনী ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন তা আপনার ত্বকে কেমন প্রভাব ফেলবে।
ছত্রাকের সংক্রমণ
বিশেষ কিছু ছত্রাকের সংক্রমণের কারণেও অনেকসময় গালের ত্বকে ও দাড়ির গোড়ায় প্রদাহ দেখা দিতে পারে। মূলত ডারমাটোফাইট নামক ছত্রাকের সংক্রমণে এই ধরনের প্রদাহ তৈরি হয়। এতে ত্বক খসখসে ও লাল হয়ে যায়। দেখা দেয় চুলকানি। এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
দাড়িতে চুলকানি সৃষ্টি হওয়া একটি স্বাস্থ্য সমস্যা। অবহেলা না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
এনএম

