শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

বর্ষাকালে পোশাকের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১০:২৩ এএম

শেয়ার করুন:

বর্ষাকালে পোশাকের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়

চলছে শ্রাবণ মাস। সাময়িকভাবে রৌদ্রতাপ প্রখর হলেও যেকোনো সময় নামতে পারে মুষলধারে বৃষ্টি। বর্ষাকালের বৈশিষ্ট্য এটি। এসময় চারদিকে ভেজা, স্যাঁতস্যাঁতেভাব হয়ে থাকে। সেসঙ্গে থাকে পোশাকে দুর্গন্ধ আর ফাঙ্গাস হওয়ার ভয়। 

বর্ষায় সময় পোশাকের দুর্গন্ধ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বেশিরভাগ মানুষ। বাতাসের আর্দ্রতার কারণে এসময় পোশাকে সাদা সাদা দাগ পড়ে। যাকে ছাতা পড়া বলা হয়। এসব দাগ দেখতে যেমন খারাও লাগে, তেমনি এর থেকে বাজে গন্ধও বের হয়। তাছাড়া বৃষ্টির পানিতে গায়ের পোশাক ভিজলেও দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। 


বিজ্ঞাপন


বর্ষাকালে ভেজা কাপড় থেকে গন্ধ দূর করার বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। এমন কিছু পদ্ধতিই আজ জেনে নিন। 

clothভেজা কাপড় সঙ্গে সঙ্গে ধুয়ে নিন 

বৃষ্টিভেজা জামাকাপড় সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলা উচিত। পোশাক থেকে গন্ধ দূর করতে লেবু বেশ কার্যকরী। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাসকে নির্মূল করে। বাজারে লেবুর গন্ধযুক্ত কাপড় কাচার সাবান পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন। 

বেশিক্ষণ ডুবিয়ে রাখুন 


বিজ্ঞাপন


এসময় পোশাক অন্য সময়ের তুলনায় একটু বেশি সময় ডিটারজেন্ট বা সাবান পানিতে ডুবিয়ে রাখা উচিত। এতে ময়লা নরম হয়ে সহজেই উঠে আসবে। তবে অনেক দামি ফেব্রিক রয়েছে যা বেশি সময় সাবান পানিতে ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

clothঘামের গন্ধ থাকলে 

গায়ে ঘামের গন্ধ বা ফাঙ্গাসের সময় থাকলে জামাকাপড় কাচার পরে, পানিতে সামান্য জীবাণুনাশক মিশিয়ে সেগুলি ধুয়ে শুকিয়ে নিন। প্রয়োজনে অল্প ভিনিগার বা ডেটলের মতো অ্যান্টিসেপটিক তরল ব্যবহার করতে পারেন। এতে পোশাক থেকে দুর্গন্ধ দূর হবে। 

ন্যাপথলিন 

বর্ষাকালে আলমারির এক কোণায় কয়েক টুকরো ন্যাপথলিন রেখে দিতে পারেন। এতে আলমারির ভিতরে অনেকদিন ধরে জমে থাকা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ আর থাকবে না। 

clothনিয়মিত আয়রন

বর্ষাকালে নিয়মিত পোশাক আয়রন করা উচিত। শার্টের কলার, হাতার সামনের অংশ বা জামাকাপড়ের মোটা অংশগুলি দু–তিন দিন পরেও শুকোতে চায় না। ফলে এগুলো থেকে গন্ধ বের হয়। আয়রন করলে এই সমস্যা আর থাকে না। 

রোজকার পোশাক রোজ ধুয়ে নিন 

সময়ের অভাবে অনেকে সব নোংরা জামাকাপড় এক জায়গায় জটলা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। বর্ষাকালে এমনভাবে পোশাক জমালে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়। এরচেয়ে রোজকার পোশাক রোজ ধুয়ে ফেলুন। 

clothরোদে শুকান 

বর্ষাকালে রোদের অভাব হলে পোশাক রোদেই শুকানো চেষ্টা করুন। একান্তই রোদ না থাকলে বাড়ির জানলা, বা ঘরে পাখা চালিয়ে সেগুলি শোকানোর ব্যবস্থা করতে হবে।

এসব পদ্ধতি মেনে বর্ষাকালে পোশাক পরিষ্কার করুন। এতে আর দুর্গন্ধ থাকবে না। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর