রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে কন্যার সঙ্গে মকরের বিয়ে হলে জীবন সুখের হয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

যে কারণে কন্যার সঙ্গে মকরের বিয়ে হলে জীবন সুখের হয়

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রত্যেকটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। জ্যোতিষে এমন দুইটি রাশির উল্লেখ রয়েছে, যার জাতকরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার উপযুক্ত। কন্যা ও মকর এমনই দুটি রাশি। তিনটি কারণে এই দুই রাশির জাতকরা স্থায়ী ও সুস্থ দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে পারে। 

স্টার কাপল 


বিজ্ঞাপন


এই তারকা দম্পতির জুটি সকলের নজরকাড়ে প্রতিটি সম্পর্কের মধ্যে কোনও না-কোনও ত্রুটি থেকে যায়, কিন্তু ভালোবাসা ও বিশ্বাস একটি স্বাস্থ্যকর, সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ প্রশস্ত করে। দুইজনের প্রচেষ্টা হোক বা তাদের ভাগ্য-কোনও কোনও জাতক পরস্পরের জন্যই জন্ম নিয়েছেন এবং তাদের গভীর ভালোবাসা দেখার মতো। প্রতিটি ব্যক্তি পরস্পরের থেকে পৃথক এবং প্রত্যেকটি সম্পর্কের মধ্যেও এই পার্থক্য দেখা যায়। তবে জ্যোতিষ মতে দুই জাতকের রাশির কম্প্যাটিবিলিট যাচাই করে জানা যেতে পারে যে, তারা পরস্পরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হলে কেমন আচরণ করবে।

STAR COUPLE

অক্ষয় কুমার ও টুইংকেল খান্নার দাম্পত্য জুটি পুরনো এবং এদের দাম্পত্য সম্পর্কের উদাহরণ সকলেই দিয়ে থাকেন। পৃথিবী তত্বের রাশির জাতক এরা। যারা সম্পর্ককে টিকিয়ে রাখার খাতিরে বাস্তববাদী ও সংগঠিত দৃষ্টিভঙ্গী পোষণ করেন। এরা দুজনেই তার্কিক বুদ্ধিসম্পন্ন হওয়ায় নিজের সম্পর্কের ক্ষেত্রেও বাস্তববাদী দৃষ্টিভঙ্গী রেখেছেন। কন্যা ও মকর রাশির জাতকদের মধ্যে একটি প্রাকৃতিক সংযোগ রয়েছে। একে অপরের প্রয়োজনীয়তা পূরণের বিষয় সজাগ এই রাশির জাতকরা। অত্যন্ত রোম্যান্টিক ভাবে পরস্পরকে আকৃষ্ট করতে পারেন।

বিয়ের জন্য কেন কন্যা ও মকর রাশির জাতক-জাতিকারা উপযুক্ত জেনে নিন


বিজ্ঞাপন


দুজনেই যুক্তিবাদী ও পরিপক্ক

শুধু ভালোবাসাই সম্পর্ককে দীর্ঘজীবী করে তুলতে পারে না। যে কোনও সম্পর্ককে স্থায়ী করার জন্য বোঝাপড়া এবং পরিপক্কতা থাকা জরুরি। এই দুই পৃথিবী তত্বের রাশির ক্ষেত্রে এই কথাটি অক্ষরে অক্ষরে সত্যি। মকর ও কন্যা রাশির জাতকরা কঠিন পরিশ্রমী। সারাদিন প্রেম জীবনের চারধারে ঘোরাফেরা করার পরিবর্তে এরা কাজ করার নির্দিষ্ট সময় ধার্য করা ও প্রিয় মানুষকে সময় দেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেন এরা। এই জাতকদের প্রাকৃতিক আত্মীয়তা ও গভীর বন্ধন এদের পরস্পরের ঘনিষ্ঠ রাখে। সম্পর্কে কোনও সমস্যা দেখা দিলেও, তা এরা যুক্তি ও বুদ্ধি দিয়ে মিটিয়ে নেন।

star coupleসমর্থন ও উৎসাহ পেলে উভয়েই উন্নতি করেন

ভালোবাসার প্রসঙ্গ উত্থাপিত হলে এই কন্যা ও মকর রাশির জাতকরা কোনও তাড়াহুড়া করেন না। বরং অতি যত্ন ও সাবধানতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ করে থাকেন। একে অপরের আবেগ ও অনুভূতির বিষয়গুলোকে সতর্কতার সঙ্গে মেনে চলেন। নিজের সম্পর্ককে কীভাবে ভিন্ন মাত্রা দেওয়ায় সচেষ্ট থাকেন এই রাশির জাতকরা। এরা পরস্পরের প্রচেষ্টা ও কার্যকলাপকে সমর্থন জানান ও এগিয়ে যেতে উৎসাহিত করেন, যা এই জাতকদের সম্পর্ককে সযত্নে লালনপালন করতে পারে। এর ফলে এদের মধ্য বিবাদ ও নাটকীয়তার সম্ভাবনা থাকে না।

এদের আবেগ-অনুভূতিগুলো প্রায় একই ধরনের

এই দুই রাশির জাতকদের মধ্যে অভিন্ন আবেগপ্রবণ সামঞ্জস্য লক্ষ্য করা যায়। পৃথিবী তত্বের রাশিগুলো নিজের লক্ষ্য পূরণ, কাজ ও দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেন। এ কারণে এরা রোজ রোজ নিজের আবেগ-অনুভূতির বিষয় কথা বলেন না। একে অপরে কী ভাবে কাজ করেন, সে বিষয়ে এঁদের মধ্যে একটি স্বচ্ছ ধারণা রয়েছে। সময় নিয়ে নিজের আবেগ-অনুভূতি বোঝার পরই কা ব্যক্ত করেন এরা। অধিকাংশ ক্ষেত্রে এরা বুদ্ধিমান ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাই এদের সম্পর্কের মধ্যে বাঁধভাঙা আবেগপ্রবণতা দেখা যায় না।

starকন্যা ও মকর রাশির জাতকরা সম্পর্কের বিষয় অত্যন্ত গম্ভীর। অপ্রয়োজনীয় কোনও বিষয় সময় ব্যয় করেন না এরা। বোঝাপড়া ও আবেগের মধ্যে প্রয়োজনীয়র ভারসাম্য রয়েছে এই জাতকদের। তাই এদের সম্পর্ক হয় দীর্ঘস্থায়ী।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর