বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কেশচর্চায় সেরা জাপানিরা, কীভাবে যত্ন নেন চুলের?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

কেশচর্চায় সেরা জাপানিরা, কীভাবে যত্ন নেন চুলের?

কোরিয়ানদের পাশাপাশি ত্বক ও কেশচর্চায় নাম উঠে আসে জাপানিদের। চুলের যত্নে তারা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করে থাকেন। মূলত তারা চুলের চেয়ে মাথার ত্বকের যত্নে জোর দেন বেশি। কীভাবে চুলের যত্ন নেন জাপানিরা? চলুন জেনে নিই- 

প্রি-ওয়াশ অয়েলিং:

এটি খুব সহজ কাজ। বাংলায় যাকে বলে শ্যাম্পু করার আগে মাথার ত্বকে তেল মাখা। জাপানে বহুবছর ধরে চুলের যত্নে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে। হাতের কাছে এই তেল না পেলে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল ব্যবহার করতে পারবেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক আলতো করে তেল মাসাজ করলে ভালো হয়।

hair-care-1

জেন্টল ক্লিনজিং:

জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের ওপর ভীষণভাবে জোর দেন। মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে মাথার ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলোময়লা জমতে না পারে। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়।


বিজ্ঞাপন


স্ক্যাল্প মাসাজ:

ভালো চুলের জন্য স্ক্যাল্পে ভালো রক্ত চলাচল হওয়া প্রয়োজন। ভেজা চুলে মিনিট দুয়েক মাসাজ করে নিন। সার্কুলার মোশনে পুরো স্ক্যাল্পে মাসাজ করুন।

Hair-Conditioner_1024x1024

কন্ডিশনিং:

চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ধরে রাখতে এবং জটমুক্ত রাখতেও কন্ডিশনার বিশেষভাবে সাহায্য করে।

লিভ-ইন সিরাম:

চুল যদি অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম মাখার পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর