শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

নববিবাহিতারা কোন প্রশ্নের উত্তর খোঁজেন গুগলে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১০:৪২ এএম

শেয়ার করুন:

নববিবাহিতারা কোন প্রশ্নের উত্তর খোঁজেন গুগলে?

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কোনো প্রশ্নের চটজলদি উত্তর খুঁজে পেতে বেশিরভাগ মানুষ ভরসা রাখেন এর ওপর। জানেন কি, বিয়ের পর নারীরা গুগলে কোন প্রশ্নের উত্তর খোঁজেন? সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে এর উত্তর। 

বিবাহিত নারীরা গুগলে ঠিক কোন ধরনের প্রশ্নের উত্তর খোঁজেন তা বুঝতে এই সমীক্ষা করা হয়। বিশেষ করে যাদের সদ্য বিয়ে হয়েছে, তারা কোন বিষয়ে কী জানতে চান।


বিজ্ঞাপন


brideগুগলের সার্চ হিস্ট্রির হিসেব অনুযায়ী, নববিবাহিত নারীরা সবচেয়ে বেশি জানতে চান স্বামীর মনের মতো কীভাবে হয়ে উঠতে পারবেন, সেই কৌশল। অনেকেরই পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের আগে পরস্পরের সঙ্গে মেলামেশার সুযোগ হয়নি এমন নারীরা গুগলে খোঁজেন স্বামীর মন বোঝার কৌশল। 

brideবিয়ের পর একদম নতুন পরিবেশে গিয়ে পড়েন নারীরা। অচেনা মানুষগুলোকে আপন করে নিতে সময় লাগে। আর তাই, অল্প সময়েই কীভাবে শ্বশুরবাড়ির মানুষজনের কাছের হয়ে ওঠা যায়, সে প্রশ্নের উত্তরও গুগলে খোঁজেন নববিবাহিতারা।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর