শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

রোদে পুড়ে ত্বকে কালচেভাব, তেঁতুলেই সমাধান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ১০:০৮ এএম

শেয়ার করুন:

রোদে পুড়ে ত্বকে কালচেভাব, তেঁতুলেই সমাধান 

উজ্জ্বল আর তরতাজা ত্বক কে না চান? রোজ এটা সেটা কত কী করি আমরা। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং চলতে থাকে। সেই সঙ্গে ব্যবহার করি বিভিন্ন ফেসপ্যাকও। কিন্তু, সূর্যের তাপ ত্বকের বারোটা বাজায়। 

গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সূর্যের তাপে মুখে কালচেভাব পড়ছে অনেকেরই। ত্বক থেকে রোদে পোড়া ভাব বা ট্যান দূর করতে টমেটো, লেবুর মতো উপাদানগুলো ব্যবহার করা হয়। এই তালিকায় রাখতে পারেন তেঁতুলও। ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ইত্যাদিতে ভরপুর উপাদানটি ত্বকের জন্য কিন্তু বেশ উপকারি। কীভাবে ব্যবহার করবেন, জানুন। 


বিজ্ঞাপন


tetulহলুদ আর তেঁতুলের ফেসপ্যাক

একটি পাত্রে পরিমাণমতো তেঁতুল আর পানি নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা করে ক্বাথ বের করুন। এবার দুই চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই ফেসপ্যাক ব্যবহারে রোদে পোড়া কালচেভাব দূর হবে। ত্বকের জেল্লা বাড়বে। 

tetulমধু, বেসন ও তেঁতুলের ফেসপ্যাক

১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। সারা মুখে ও ঘাড়ে এই প্যাক লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত তারা এটি ব্যবহারে বেশি উপকার পাবেন।


বিজ্ঞাপন


tetulতেঁতুলের স্ক্রাব

স্ক্রাবার হিসেবেও তেঁতুল ব্যবহার করতে পারেন। একটি বাটিতে ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার এবং ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে আলতো হাতে ঘষুন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলি দূর হয়। ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে চিনি। এটি ত্বক পরিষ্কার করে। আর বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।

ত্বকের যত্নে ঘরোয়া এই উপাদানটি ব্যবহার করুন আর দূর করুন রোদে পোড়া কালচেভাব। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর