অসাবধানতায় হাত বা পায়ের নখের ওপর ভারী কিছু পড়লে কিংবা চোট লাগলে ব্যথা হয়। এই ব্যথা ভোগায় বেশ কিছু দিন। তার সঙ্গে ক্রমশ গাঢ় হতে শুরু করে নখের নিচে জমাট বাঁধা রক্ত। ক্রিম বা মলম ব্যবহারেও তা সহজে যেতে চায় না।
প্রশ্ন হচ্ছে, নখের ওপর হওয়া এই কালচে দাগ কি ক্যানসারের ইঙ্গিত বহন করে? কী বলছেন চিকিৎসকরা? চলুন বিস্তারিত জানা যাক-
বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, সাধারণত এই ধরনের দাগ ক্ষতিকর হয় না। তবে কালচে দাগ যদি ফিকে হওয়ার বদলে দিন দিন গাঢ় হতে শুরু করে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। আমেরিকান চিকিৎসক লিন্ডসে জ়ুব্রিটস্কির মতে, এই ধরনের দাগ ত্বকের বিশেষ ধরনের ক্যানসার ‘সাবঅ্যাঙ্গুয়াল মেলানোমা’-র ইঙ্গিত হতে পারে।
হাত বা পায়ের বুড়ো আঙুলের নখের নিচে যদি লম্বালম্বি গাঢ় কালচে দাগ দেখা দেয় তাহলে সতর্ক হওয়া জরুরি। অন্যান্য নখেও এই দাগ দেখা দিতে পারে। তবে বুড়ো আঙুলের নখের নিচে এই দাগ হওয়ার প্রবণতা বেশি।

বিজ্ঞাপন
তবে, নখের নিচে কালচে বা খয়েরি দাগ দেখলেই ভয় পাওয়ার কারণ নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের দাগকে ‘মেলানোনিকিয়া’ বলা হয়। নখের নিচে এমন দাগগুলো অনেক সময় পাকাপাকি ভাবে থেকে যায়। এগুলো তেমন একটা বিপদের কারণও হয় না।
আরও পড়ুন-
আবার, দরজা খোলা বা বন্ধ করার সময়ে আঙুলে আঘাত লাগলেও নখের তলায় রক্ত জমাট বাঁধতে পারে। সেই কারণেও অনেক সময় নখের নিচে কালচে দাগ থেকে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘সাবঅ্যাঙ্গুয়াল হেমাটোমা’ বলা হয়। ধীরে ধীরে এই দাগও মিলিয়ে যায়।

অর্থাৎ হঠাৎ করে আঘাত পাওয়া ছাড়াই যদি নখে লম্বা কালো দাগ দেখেন যা দীর্ঘস্থায়ী তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি প্রয়োজনীয় টেস্টের মাধ্যমে নিশ্চিত হবেন এটি সাধারণ স্বাস্থ্য সমস্যা না কি ক্যানসারের ইঙ্গিত।
এনএম

