সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কিন মুল্লুকে কৃষ্ণচূড়ার রঙ

মীম নোশিন নাওয়াল খান
প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

মার্কিন মুল্লুকে কৃষ্ণচূড়ার রঙ

বাংলাদেশ ছেড়ে এসে শিউলি ফুলের ঘ্রাণ, কৃষ্ণচূড়ার রংসহ অনেককিছুই খুব মিস করি। কখনো কখনো এত বেশি মন কাঁদে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্য যে মনে হয় এক ছুটে দেশে ফিরে যাই। কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি আর চাইলেই চলে যাওয়া যায়! 

তা যাওয়া না গেলেও প্রচণ্ড ঘোরার নেশা থাকায় গত বছর সামারের ছুটিতে রিসার্চের কাজ শেষের পর বন্ধুদের সাথে পরিকল্পনা করে গিয়েছিলাম ফ্লোরিডার মায়ামি বিচে। ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্ব স্টেট। ফ্লোরিডার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার মতো। আমেরিকায় আম, লিচুসহ ফলগুলো মূলত ফ্লোরিডাতেই হয়। যেহেতু গ্রীষ্মকালে গিয়েছিলাম, তার ওপর জানতাম ফ্লোরিডার আবহাওয়া বাংলাদেশের মতো, আম-লিচু দেখব তেমনটা আশা করেই গিয়েছিলাম। তবে অবাক হয়েছিলাম অন্য একটা জিনিস দেখে।


বিজ্ঞাপন


krishnochuraরাতে ফ্লোরিডা পৌঁছে হোটেলে গিয়ে লম্বা একটা ঘুম দিয়ে সকালে যখন শাটলে চড়ে শহর দেখার উদ্দেশ্যে বের হই, রাস্তার পাশে বড় বড় গাছে লাল ফুলগুলো দেখে দেশের কথা খুব মনে পড়ছিল- কৃষ্ণচূড়ার কথা। নিজেকে “ধুর পাগল!” বলে বলেছিলাম, এখানে কৃষ্ণচূড়া আসবে কোত্থেকে?

বিভিন্ন জায়গায় রাস্তার ধারে একই ধরনের কৃষ্ণচূড়ার মতো গাছ দেখতে থাকলাম, কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না এখানে কৃষ্ণচূড়া থাকতে পারে। প্রতিবারই চলন্ত বাসে থাকায় কাছ থেকে ভালো করে ফুলটা দেখতেও পাচ্ছিলাম না। শেষে একটা সুযোগ পেয়ে গেলাম কাছ থেকে ফুলটাকে দেখার। 

krishnochuraআমরা একটা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যখন পথের ধারে বাসের জন্য অপেক্ষা করছি, চোখে পড়ল কাছেই একটা লাল-কমলা ফুলের গাছ। দৌড়ে কাছে গিয়ে দেখি, সত্যিই কৃষ্ণচূড়া! এক মুহূর্তে মনে হলো, বাংলাদেশে চলে এসেছি!

কী বোকাই না আমি! কৃষ্ণচূড়া বলতেই তো বাংলাদেশের কথা মনে হয়। তখন কি আর জানতাম, কৃষ্ণচূড়া বিশ্বের অনেক দেশেই আছে! যুক্তরাষ্ট্রের স্টেটগুলোর মধ্যে টেক্সাস আর ফ্লোরিডায় কৃষ্ণচূড়া আছে।


বিজ্ঞাপন


krishnochuraবাংলাদেশের মতো অত শত গাছ না থাকলেও ফ্লোরিডার পথে পথে কৃষ্ণচূড়া গাছের সংখ্যা কম নয়। আমি যে কৃষ্ণচূড়া গাছটাকে পর্যবেক্ষণ করছিলাম, তার একটা ডাল মাথা নুইয়ে যেন অভিবাদন জানাল আমাকে। আমিও কৃষ্ণচূড়ার লাল পাপড়িগুলোকে ছুঁয়ে বুক ভরে শ্বাস নিলাম। মনে হলো, ফ্লোরিডার বাতাসে কোথায় যেন মিশে আছে একটুখানি বাংলাদেশের গন্ধ।

লেখক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার গেটিসবার্গ কলেজের শিক্ষার্থী

এজেড/এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর