সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিমানে উঠলেই কান বন্ধ হয়ে যায়? ৩ টোটকা কাজ লাগান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

বিমানে উঠলেই কান বন্ধ হয়ে যায়? ৩ টোটকা কাজ লাগান 

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকলেই পড়তে হয় ঝামেলায়। কান বন্ধ হয়ে যায়। যাকে অনেকে কানে তালা লেগে যাওয়া বলে। কানের ভেতর পানি ঢুকলে ভোঁ ভোঁ শব্দ হতে থাকে। একই সমস্যা হয় বিমানে চড়লে। বিমান সমতল ছেলে কিছুটা উপরে উড়তে না উড়তে যেন কানে তালা লেগে যায়। পাশের যাত্রীর কথা ঠিকমতো শোনা যায় না।

বিমানে যারা যাতায়াত করেন তাদের জন্য এই সমস্যা নতুন নয়। বিমানে চড়লে যেন কান বন্ধ হয়ে যা যায় সেজন্য অনেকে কানে তুলো বা ইয়ার প্লাগ দিয়ে রাখেন। অনেকসময় এসব টোটকায়ও কাজ হয় না। চটজলদি এই সমস্যা থেকে বাঁচতে কী করবেন? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


air_travel

চুইংগাম রাখুন মুখে 

হ্যাঁ, শুনতে কেমন লাগলেও এই টোটকা আসলেই কার্যকর। চিকিৎসকরা বলছেন, কানে তুলো বা ইয়ারপ্লাগ গুঁজলে কান বন্ধ হওয়ার সমস্যার সমাধান হয় না। এর বদলে মুখে মুখে চুইগাম রেখে চিবুতে থাকুন। অল্প অল্প করে পানিও পান করতে পারেন। 

মুখে বাতাস রাখুন 

বিমানে এমন সমস্যা থেকে বাঁচার জন্য আরেকটি উপায়ও মেনে চলতে পারেন। এর জন্য প্রথমে মুখে বাতাস ভরে রাখুন। এবার নাক বন্ধ করুন। এবার ধীরে ধীরে ঢোক গেলার চেষ্টা করুন। দেখবেন কানের দিকে চাপ পড়ছে। এই পদ্ধতি মানলেই কানের তালা খুলে যাবে।

Ear_and_sinus_pressure_01

ঢোক গিলুন 

কান বন্ধ হয়ে গেলে তা খুলতে মুখ বন্ধ করে নিন। এবার নাক বন্ধ করে বার বার ঢোক গিলতে থাকুন। এই উপায় মেনে চললেও আরাম পাবেন।

বিমান ভ্রমণে কানে তালা লেগে যাওয়া বা কান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সাধারণ সমস্যা। এতে মারাত্মক কোনো সমস্যা হয় না। তবে আগে থেকেই কানের সমস্যা থাকলে সচেতন থাকুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর