বাথরুমে অসংখ্যবার পানির কাজ করা হয়। আর তাই পানির ছিটা লেগে বাথরুমের টাইলসে দাগ পড়ার ঘটনা খুব সাধারণ সমস্যা। এই সাদা দাগ আসলে হার্ড ওয়াটারের খনিজ পদার্থ—যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের জমাট স্তর। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো টাইলসের ঔজ্জ্বল্য নষ্ট করে দেয়।
সহজ কিছু উপায় কাজে লাগিয়ে বাথরুমের টাইলস থেকে পানির এই দাগ সহজেই দূর করা যায়। কীভাবে টাইলস ঝকঝকে করে তুলবেন, জানুন তার উপায়-
বিজ্ঞাপন

ভিনেগার
এই কাজে প্রথমেই ব্যবহার করতে পারেন ভিনেগার। সাদা ভিনেগার ও পানি সমান পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। দাগ পড়া জায়গায় স্প্রে করে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর নরম ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভিনেগারের অ্যাসিডিক গুণ খনিজ দাগ গলিয়ে দেয়।
লেবুর রস
ভিনিগারের গন্ধ পছন্দ না হলে লেবুর রস ব্যবহার করতে পারেন। দাগের ওপর লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষুন। দাগ সহজেই উঠে যাবে। সেসঙ্গে বাথরুম জুড়ে থাকবে সতেজ গন্ধ।

বেকিং সোডা
টাইলস থেকে দাগ তোলার আরেকটি কার্যকর উপায় হলো বেকিং সোডা। বেকিং সোডা আর সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলুন। জেদি দাগ হলে বেকিং সোডার ওপর সামান্য ভিনেগার দিন। এরপর পরিষ্কার করুন।
ডিশওয়াশিং লিকুইড
ডিশওয়াশিং লিকুইড এবং গরম পানিও হালকা দাগ তুলতে ভালো কাজ করে। গরম পানিতে কয়েক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে স্পঞ্জ দিয়ে টাইলস মুছে নিন। নিয়মিত এই ট্রিকস কাজে লাগালে দাগ জমতেই পারবে না।

বাথরুম ক্লিনার
দাগ যদি অনেক দিনের পুরনো হয়, তাহলে বাজারে পাওয়া বাথরুম ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে এ ধরনের ক্লিনার ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস পরুন এবং জানালা খোলা রাখুন। ক্লিনার বেশি সময় রেখে দেবেন না, এতে টাইলসের গ্লেজ নষ্ট হতে পারে।
প্রতিদিন কী করবেন?
পরিষ্কারের পর সবচেয়ে জরুরি হলো প্রিভেনশন। প্রতিবার গোসলের পর টাইলসের গায়ে জমে থাকা পানি শুকনো কাপড় বা স্কুইজি দিয়ে মুছে ফেলুন। এতে খনিজ পদার্থ জমার সুযোগ পাবে না। সপ্তাহে অন্তত একদিন ভিনেগার পানি দিয়ে টাইলস মুছে নিন। এতে আর সাদা দাগ জমবে না।
এনএম

