বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতে মুখে ব্রণ, মেকআপের ক্ষেত্রে এই ভুলগুলো করবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম

শেয়ার করুন:

শীতে মুখে ব্রণ, মেকআপের ক্ষেত্রে এই ভুলগুলো করবেন না

অ্যালার্জি হতে পারে এমন কিছুই খাননি। তবু মুখ ভরে গেছে ব্রণে? কেন হচ্ছে এমনটা? আসলে ত্বকে ব্রণ বা র‍্যাশ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ থাকে না। খাবার ছাড়াও অনেক কারণ এর পেছনে দায়ী। কারো কারো মতে, শীতে ত্বকে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাওয়ার কারণে র‍্যাশ-ব্রণ হয়। তাই এসময় মেকআপ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। 

শীতকালে ব্রণের সমস্যা থেকে বাঁচতে মেকআপের ক্ষেত্রে কোন বিষয়গুলো নজরে রাখবেন চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


CG514012

অন্যের চোখের প্রসাধনী ব্যবহার করবেন না 

অন্যের ব্যবহৃত আইলাইনার, মাসকারা, আইশ্যাডো ভুলেও ব্যবহার করবেন না। চোখে সংক্রমণ হতে পারে এসব ব্যবহারে। দেখা দিতে পারে চোখে যন্ত্রণা, জ্বালা, অ্যালার্জির মতো সমস্যা। 

লিপস্টিকে ব্যবহারে সতর্ক হোন 

সতর্ক হতে হবে লিপস্টিকের ক্ষেত্রেও। অন্যের লিপস্টিক ব্যবহারে ঠোঁটের সংক্রমণ হলে বদলে যেতে পারে ঠোঁটের নিজস্ব রং। এই ভুলের কারণে ঠোঁটজনিত স্বাস্থ্যসমস্যায় ভুগতে পারেন। কমদামী লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলুন। 

ER528063

ময়েশ্চারাইজার মাস্ট 

রূপচর্চার আগে ত্বকে ভালো করে ময়েশ্চারাইজার মাখতে হবে। রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলতে হবে। নয়তো ত্বকের সংক্রমণ হবে। বাড়বে ব্রণ, র‍্যাশ হওয়ার ঝুঁকি। 

হাত পরিষ্কার রাখুন 

অপরিষ্কার হাতে মেকআপ করলেও কিন্তু ব্রণ হতে পারে। হাতে যদি জীবাণু লেগে থাকে তাহলে সেই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই ব্রণ হতে পারে। তাই মেকআপ করার আগে হাত ভালো করে ধুয়ে নিন।  

SM971800

মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার নয় 

মেকআপ করার আগে দেখে নিন, যে প্রসাধনী ব্যবহার করছেন, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কি না। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কোনো জিনিস ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে ব্রণ তো বটেই, এমনকি ত্বকের ক্যানসারেরও ঝুঁকি থাকে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর