সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিডনি বিকল হতে পারে পরিচিত এই ফল খেলে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

কিডনি বিকল হতে পারে পরিচিত এই ফল খেলে 

বর্তমানে অসংখ্য মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। গুরুত্বপূর্ণ এই অঙ্গটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। কিডনির কার্যকারিতা কমে গেলে তা নানা শারীরিক জটিলতার কারণ হয়ে ওঠে। আর কিডনি যদি বিকল হয় তাহলে তা মৃত্যুরও কারণ হতে পারে। এই বিকল হওয়ার পেছনে অনেকসময় আমাদের পরিচিত কিছু খাবার দায়ী থাকে। 

বলছিলাম কামরাঙার কথা। টক স্বাদের এই ফলটি অনেকের প্রিয়র তালিকায় রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পরিচিত ফলটিই কিডনির জন্য বিপজ্জনক হতে পারে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে, কামরাঙার মধ্যে থাকা নির্দিষ্ট উপাদানগুলো কিডনির (Kidney) কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে। 


বিজ্ঞাপন


star_fruit

বিশেষ করে যারা আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বেশি ক্ষতিকর হতে পারে। তাই, চিকিৎসকরা কামরাঙা খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন।

চিকিৎসকদের মতে, কামরাঙায় থাকা নিউরোটক্সিনগুলো শরীরে প্রবেশ করে কিডনির ফিল্টারিং ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এতে কিডনি অচল হয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। তাই এই ফলটি বুঝেশুনে খাওয়া উচিত। 

star-fruit-1


বিজ্ঞাপন


চিকিৎসকদের (Doctors) একাংশ মনে করেন যে শতকরা ৯০ শতাংশ কিডনি রোগীই জানেই না যে তার কিডনির রোগ রয়েছে। কারণ, কিডনির রোড নিয়ে সচেতনতা খুবই কম। বেশিরভাগ মানুষই কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করান না। 

তাই আগে থেকেই সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকদের একাংশ। তাই কিডনি খুব বেশি না খাওয়াই ভালো। আর যদি কিডনিজনিত কোনো সমস্যা থাকে তাহলে কামরাঙা এড়িয়ে চলবেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর